ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্ত্রীর সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছেন তরুণ। গাড়ি চালিয়ে সেখানকার পর্যটনকেন্দ্রগুলি ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। কিন্তু ঘুরতে গিয়ে পর্যটনকেন্দ্রে আবর্জনা ফেলে সেখানকার জলাশয় নোংরা করছেন। পর্যটকদের কাণ্ড এক স্থানীয়ের নজরে পড়লে তাঁদের সেই আবর্জনা তুলে পরিষ্কার করতে বলেন তিনি। কিন্তু ধরা পড়ে যেতেই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান দম্পতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইন গোয়া ২৪x৭’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক দম্পতি গাড়ি নিয়ে জলাশয়ের ধারে দাঁড়িয়ে পড়লেন। তার পর কিছু আবর্জনা সেই জলাশয়ে ফেলে আবার গাড়িতে উঠে পড়লেন। এক প্রত্যক্ষদর্শী এই ঘটনাটি দেখে পর্যটকদের গাড়ির সামনে এগিয়ে যান। মোবাইলে ক্যামেরা চালু করে দম্পতিকে প্রশ্ন করতে থাকেন তিনি। কেন জলাশয়ে তাঁরা আবর্জনা ফেললেন, সেই প্রশ্ন বার বার দম্পতিকে জিজ্ঞাসা করতে থাকেন।
কিন্তু পথচারীর প্রশ্নের উত্তর না দিয়ে সেই তরুণ পর্যটক পাল্টা অনুরোধ করতে শুরু করেন যে, তাঁর গাড়ির চাবি যেন ছিনিয়ে নেওয়া না হয়। পর্যটকদের উদ্দেশে সেই পথচারী বলেন, ‘‘আপনারা গাড়ি থেকে নেমে আবর্জনা তুলুন। জায়গাটা পরিষ্কার করুন। কোথাও যাবেন না।’’ কিন্তু পথচারীর কথা কানে না তুলে সেই তরুণ পর্যটক গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান। গাড়ির ইঞ্জিন চালু করতে করতে তিনি পথচারীকে বললেন, ‘‘আমি এক জনকে পাঠাচ্ছি। তিনি এখানে এসে আবর্জনা তুলবেন।’’ সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।
সম্প্রতি এই ঘটনাটি গোয়ার পোরভোরিম এলাকায় ঘটেছে। এই পর্যটনকেন্দ্রটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। জানা গিয়েছে যে, ওই দম্পতি মহারাষ্ট্রের বাসিন্দা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই পর্যটকদের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘ঘুরতে গিয়ে এ ভাবে চারপাশে আবর্জনা ফেলা খুবই অন্যায়। শুধুমাত্র পর্যটনকেন্দ্রই নয়, রাস্তাঘাটে আবর্জনা না ফেলাও নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব।’’