Viral Video

অফিসের পিকনিকে খাবার আনতে গিয়ে বাড়িতে ফেলে এলেন ল্যাপটপ! বসের কাণ্ড দেখে হেসে কুটিপাটি অধস্তনেরা, ভিডিয়ো ভাইরাল

‘পটলাক’-এ অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে একটি বড় টিফিনবাক্স নিয়ে গিয়েছিলেন বস্। কিন্তু অফিসে পৌঁছে ব্যাগ খালি করতেই মাথায় হাত পড়ে তাঁর। খাবার আনতে গিয়ে ল্যাপটপ আনতেই ভুলে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অফিসের সহকর্মীরা সকলে নিজেদের বাড়ি থেকে কিছু না কিছু খাবার রান্না করে আনবেন। তা দিয়েই অফিসে পিকনিক করা হবে। এই ‘পটলাক’-এ অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে একটি বড় টিফিনবাক্স নিয়ে গিয়েছিলেন বস্। কিন্তু অফিসে পৌঁছে ব্যাগ খালি করতেই মাথায় হাত পড়ে তাঁর। খাবার আনতে গিয়ে ল্যাপটপ আনতেই ভুলে গিয়েছেন তিনি। তা দেখে বস্‌কে নিয়ে হাসাহাসি শুরু করে দেন অফিসের অধস্তনেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মিস্টার_নার্ডেক্সি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাথায় হাত দিয়ে অফিসে বসে রয়েছেন এক তরুণ। তাঁকে ঘিরে হাসাহাসি করছেন সহকর্মীরা। আসলে, অফিসে ‘পটলাক’-এর আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে অন্য সহকর্মীদের পাশাপাশি অফিসের বস্ও বাড়ির বানানো খাবার নিয়ে গিয়েছিলেন।

কিন্তু বড় টিফিনবাক্স নিয়ে যেতে গিয়ে আসল জিনিসটিই বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলেন তিনি। অফিসে গিয়ে ব্যাগ খুলতে গিয়ে তিনি দেখেন যে, অফিসে ল্যাপটপই নিয়ে যাননি তিনি। তা দেখে অধস্তনেরা হাসাহাসি করতে শুরু করে দেন। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আবার কেউ কেউ অফিসের এমন খোলামেলা পরিবেশ দেখে তার প্রশংসাও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অফিসে ঊর্ধ্বতনের সঙ্গে এমন হাসাহাসি, পটলাকের আয়োজন হচ্ছে— তার অর্থ সেই অফিসে কাজের জন্যও খোলামেলা পরিবেশ রয়েছে। সব সময় চাপের মধ্যে থাকলে কাজ করতেও ভাল লাগে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement