ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মডেলিংয়ে কতখানি দক্ষ সেই প্রতিভা দেখানোর সময় এসেছিল তরুণীর। রংচঙে পোশাকের সঙ্গে মানানসই হিল পরে মার্জার সরণিতে হাঁটবেন তিনি। কিন্তু এক পা এগোতেই বিপদ হল তাঁর। হিল পরে সামলাতে না পেরে মঞ্চের উপর ধপাস করে পড়ে গেলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টিজিপিসি_অফিশিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফ্যাশন সরণিতে হাঁটা শুরু করার মুহূর্তেই মঞ্চের উপর পড়ে গেলেন এক তরুণী। কোনও রকমে সেখান থেকে উঠে পড়লেন তিনি। তার পর আত্মবিশ্বাসে ভরপুর হাসি গালে মাখিয়ে ফের হাঁটতে শুরু করলেন তরুণী। কিন্তু হিল যে একেবারেই সামলাতে পারেন না তিনি।
জুতো থেকে দুই পা বেরিয়ে গেল তাঁর। টাল সামলাতে না পেরে মঞ্চের সামনে ধপাস করে পড়ে গেলেন তিনি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে তরুণীকে বার বার পড়ে যেতে দেখে নেটাগরিকদের একাংশ হাসাহাসি করেছেন। আবার অনেকেই তরুণীর প্রতি সহানুভূতি দেখিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘সকলের সামনে এ ভাবে পড়ে গেলে সত্যিই খুব খারাপ লাগে।’’