ছবি: সংগৃহীত।
মাথায় জড়ানো গেরুয়া রঙের ওড়না, কপালে লাল কুমকুমের টিপ। চোখে টলটল করছে জল। মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ভোসলে ধরা দিলেন নয়া অবতারে। সমাজমাধ্যমে মোনালিসার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। রামায়ণ ধারাবাহিকের সীতার অপহরণ দৃশ্যে সংলাপের সঙ্গে অভিনয় করেছেন মোনালিসা। ভিডিয়োয় তাঁর নতুন রূপটি মন জিতে নিয়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
২০২৫ সালের মহাকুম্ভমেলা থেকে খবরের শিরোনামে উঠে আসা মোনালিসা প্রায়ই সমাজমাধ্যমে রিল পোস্ট করে থাকেন। প্রতি দিন তিনি কোনও না কোনও বলিউডি গানে ঠোঁট মেলান বা নাচের রিল তৈরি করেন। বাদামি চোখের আকর্ষণ ও সরল সৌন্দর্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মোনালিসা। সম্প্রতি অভিনয়ের জগতে পা রেখেছেন তিনি।
ভাইরাল সেই ভিডিয়োয় তাঁকে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। রামায়ণের একটি জনপ্রিয় দৃশ্যের পুনর্নির্মাণ করেছেন মোনালিসা। যেখানে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান এবং বিয়ের প্রস্তাব দেন। এই দৃশ্যে, মোনালিসা সংলাপের সঙ্গে এমন ভাবে ঠোঁট মিলিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি চরিত্রের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছেন। মোনালিসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি এখনও পর্যন্ত ২০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর মানুষ মোনালিসাকে নতুন ভূমিকায় দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।