Viral Video

ছাদ থেকে পিছলে পড়ে ঝুলছিল শিশু! সন্তানের গায়ে কামড় বসিয়ে প্রাণরক্ষা করল মা রাকুন, ভিডিয়ো ভাইরাল

শাবকের মাথা শক্ত করে কামড়ে ধরে রয়েছে মা রাকুন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সে। খুদে শাবকটিও ভয় পেয়ে গিয়েছে। মাকে জড়িয়ে ধরার জন্য ছটফট করছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১০:২৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মায়ের সঙ্গে একটি বাড়ির ছাদে উঠেছিল খুদে রাকুন। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কোনও ভাবে পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে যাচ্ছিল সে। সন্তানের বিপদ দেখে ছুটে গেল তার মা। সন্তানকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিল সে। ছাদের কার্নিশ থেকে ঝুলে পড়ে সন্তানের গায়ে কামড় বসিয়ে তাকে টেনে ছাদের উপর ফেলল মা রাকুন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ছাদের কার্নিশ ধরে নীচের দিকে ঝুলে রয়েছে বড় একটি রাকুন। তার শাবকটি ছাদ থেকে পড়ে গিয়ে নীচে ঝুলছে। শাবকের মাথা শক্ত করে কামড়ে ধরে রয়েছে মা রাকুন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সে। খুদে শাবকটিও ভয় পেয়ে গিয়েছে।

মাকে জড়িয়ে ধরার জন্য ছটফট করছে সে। কোনও রকমে মা রাকুন তার শাবককে টেনে উপরে তুলতে সক্ষম হল। খুদেও সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে তার কোলে উঠে পড়ল। শিশুকে কোলে নিয়ে আবার ছাদে উঠে গেল মা রাকুন। জানা গিয়েছে, এই ঘটনাটি পেনসিলভানিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সন্তানের জন্য মায়েরা সব করতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement