viral video

শবরীমালা দর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার, মাটি ছুঁতেই ভেঙে পড়ল হেলিপ্যাডের অংশ! রইল ভিডিয়ো

চার দিনের সফরে কেরল গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার তাঁর শবরীমালা মন্দিরে যাওয়ার কর্মসূচি ছিল। সকালে রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টারটি প্রমাদম স্টেডিয়ামে পৌঁছোয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১১:৫০
Share:

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার সকালে কেরলের প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাড ছুঁতেই হেলিকপ্টারের ওজনে তার একটি অংশ ভেঙে পড়ে। তাতে হেলিকপ্টারটি এক দিকে হেলে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত সেটিকে সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার চার দিনের সফরে কেরল গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার তাঁর শবরীমালা মন্দিরে যাওয়ার কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টারটি প্রমাদম স্টেডিয়ামে পৌঁছোয়। অবতরণের পরই অতিরিক্ত ভারের ফলে হেলিপ্যাডের একাংশ ভেঙে গিয়েছে বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ দমকল ও পুলিশকর্মীরা ঠেলে হেলিকপ্টারটিকে সোজা করে দেন। ভিডিয়োয় দেখা গিয়েছে নিরাপত্তা ও দমকলের কর্মীরা হাত দিয়ে ঠেলে হেলে পড়া কপ্টারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে, হেলিকপ্টারটি স্পর্শ করার কিছু ক্ষণের মধ্যেই হেলিপ্যাড আংশিক ভাবে ধসে পড়ে। রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সকালে কেরল সফরে গিয়ে একটি বড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।’’

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণের রাজ্যে চার দিনের সরকারি সফরে তিরুঅনন্তপুরমে পৌঁছোন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানানোর জন্য কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উপস্থিত ছিলেন। বুধবার সকালে পাঠানমথিট্টা জেলায় যান রাষ্ট্রপতি। এখানেই শবরীমালার পাহাড়ি মন্দিরটি অবস্থিত। সেখানে গিয়ে মন্দিরদর্শন এবং আরতি করার কর্মসূচি ছিল রাষ্ট্রপতির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement