ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিদ্যুতের খুঁটির তারে আটকে পড়েছিল একটি পাখি। বার বার ডানা ঝাপটেও কূলকিনারা খুঁজে পাচ্ছিল না সে। দূর থেকে তা দেখে পাখিটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নিলেন তরুণ। ক্রেনে চেপে মাঝ-আকাশে ঝুলে পাখির ডানা থেকে তারটি কেটে ফেললেন তিনি। ছাড়া পেয়ে উড়ে চলে গেল পাখিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘উনমাই কাসাকুম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পাখিকে উদ্ধার করার জন্য ক্রেনের উপর উঠে পড়েছেন এক তরুণ। মাঝ-আকাশে ঝুলতে ঝুলতে খুঁটিতে আটকে থাকা একটি পাখিকে উদ্ধার করার চেষ্টা করছেন তিনি। এই ঘটনাটি সম্প্রতি পঞ্জাবের একটি গুরুদ্বারের সামনে ঘটেছে।
পাখিটির গায়ে তার পেঁচিয়ে যাওয়ায় উড়তে পারছিল না সে। তা দেখে ক্রেনে উঠে তারটি খুলে দিতেই পাখিটি উড়ে গেল। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার একাংশ। আবার তরুণকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পাখিটিকে বাঁচালেন তরুণ। দেখে খুবই ভাল লাগল। আজকাল তো মানুষের বিপদেও মানুষকে পাশে পাওয়া যায় না।’’