ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা গাড়ির ব্রেক কষে দাঁড়িয়ে পড়লেন তিনি। চোখের সামনে যে দৃশ্য দেখছেন তা যেন বিশ্বাস করতে পারছেন না গাড়ির চালক। দৌড়ে দৌড়ে রাস্তা পার করছে একটি রোবট। রাস্তা পার করে ফুটপাত ধরে দ্রুত গতিতে হাঁটতে শুরু করল সে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নাজ়িশ৮’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি রোবট লম্বা লম্বা পা ফেলে দৌড়চ্ছে। দৌড়ে দৌড়ে রাস্তা পার করছে সে। এই দৃশ্য দেখে গাড়ি থামিয়ে এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। সম্প্রতি এই ঘটনাটি দুবাইয়ে ঘটেছে।
দৌড়ে দৌড়ে রাস্তা পার করে ফুটপাত ধরে জোরে জোরে হাঁটতে শুরু করে দেয় রোবটটি। মাঝেমধ্যে আবার দৌড়তেও দেখা যাচ্ছিল তাকে। কখনও আবার থেমে যাচ্ছিল সেটি। রোবটের পিছনে রিমোট নিয়ে হাঁটছিলেন এক ব্যক্তি। সেই রিমোট দিয়েই রোবটটিকে নিয়ন্ত্রণ করছিলেন তিনি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক আবার মজা করে লিখেছেন, “রোবটের এত তাড়াহুড়ো কিসের?”