Viral Video

মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে! বিদ্যুতের তার ধরে সাবধানে হেঁটে যাচ্ছে বাঁদর, ভিডিয়ো ভাইরাল

একটি ম্যাকাকা প্রজাতির বাঁদর হাই ভোল্টেজ বিদ্যুতের তার ধরে হেঁটে যাচ্ছে। কিন্তু তার হাবভাব মানুষের মতো। সামনের দু’পা দিয়ে তারটিকে শক্ত করে ধরেছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৪:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার দু’দিকে লাগানো বিদ্যুতের খুঁটির মধ্যে সংযুক্ত তারের মধ্যে দিয়ে নিজের রাস্তা খুঁজে বার করেছে একটি বাঁদর। মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে খুব সাবধানে পা ফেলে ফেলে রাস্তার এক পার থেকে অন্য পারে যাচ্ছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ম্যাকাকা প্রজাতির বাঁদর হাই ভোল্টেজ বিদ্যুতের তার ধরে হেঁটে যাচ্ছে। কিন্তু তার হাবভাব মানুষের মতো। সামনের দু’পা দিয়ে তারটিকে শক্ত করে ধরেছে সে। পিছনের পায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়িয়ে পড়েছে বাঁদরটি।

তার পর অতি সাবধানে গুটি গুটি পায়ে অন্য প্রান্তের দিকে হেঁটে যাচ্ছে সে। কিছু ক্ষণ এ ভাবে তার ধরে এগিয়ে যাওয়ার পর গাছের ডালের নাগাল পেয়ে সেখানে লাফিয়ে যায় বাঁদরটি। এই ঘটনাটি গত ২৩ জুলাই চিনের গুয়াং শহরের কিয়াংলিং মাউন্টেন পার্ক চিড়িয়াখানার কাছে ঘটেছে। স্থানীয়দের একাংশের দাবি, সেই চিড়িয়াখানা থেকে কোনও ভাবে ম্যাকাকা প্রজাতির বাঁদরটি বেরিয়ে পড়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement