Viral Video

কাছে ঘেঁষতে দিলেন না নিরাপত্তারক্ষীরা, কিশোরকে ঠেলে সরিয়ে সলমনের কাছে বকাও খেলেন, ভাইরাল ভিডিয়ো

সলমন এবং আমিরকে একসঙ্গে দেখে ভিড় উপচে পড়ে প্রেক্ষাগৃহের বাইরে। এক কিশোর সলমনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই অভিনেতার নিরাপত্তারক্ষী তাকে ঠেলে সরিয়ে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক দিকে বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান। অন্য দিকে বলিপাড়ার ‘ভাইজান’ সলমন খান। পাশাপাশি বলিউডের দুই খান হেঁটে যাচ্ছেন। তাঁদের দেখতেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমিয়ে ফেলেছেন অনুরাগীরা। সলমনের নিরাপত্তারক্ষীরা অভিনেতাকে নিরাপত্তা বলয়ের ভিতর রাখতেই ব্যস্ত। সলমনকে দেখার জন্য সেই বলয়ের ধারেকাছে কোনও অনুরাগী চলে এলে তাঁকে ঠেলে সরিয়ে দেওয়ার আগেও এক মুহূর্ত ভাবছেন না নিরাপত্তারক্ষীরা।

Advertisement

নায়ককে সামনাসামনি দেখার জন্য সলমনের কাছাকাছি আসার চেষ্টা করছিল এক কিশোর। কিন্তু নিরাপত্তারক্ষীদের তৈরি সেই বলয়ের কাছাকাছি পৌঁছোতেই সেই কিশোরকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন এক জন নিরাপত্তারক্ষী। এমন আচরণের জন্য সলমনের কাছে বকাও খেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফিল্মি_দুনিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক কিশোরকে ঠেলে সরিয়ে দেওয়ার জন্য সলমনের কাছে বকা খাচ্ছেন তাঁর নিরাপত্তারক্ষী। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খান এবং জেনেলিয়া (ডি’সুজ়া) দেশমুখ অভিনীত ‘সিতারে জ়মিন পর’ নামের একটি হিন্দি ছবি। সেই ছবির প্রিমিয়ারে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন সলমন। আমিরের সঙ্গে হাঁটছিলেন তিনি।

Advertisement

সলমনের সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন জেনেলিয়া। ‘ভাইজান’কে জড়িয়ে ধরলেন তিনি। সলমন এবং আমিরকে একসঙ্গে দেখে ভিড় উপচে পড়ে প্রেক্ষাগৃহের বাইরে। এক কিশোর সলমনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই অভিনেতার নিরাপত্তারক্ষী তাকে ঠেলে সরিয়ে দিলেন। এই দৃশ্য নজরে পড়ে সলমনের। সকলের সামনেই নিরাপত্তারক্ষীকে ডেকে শিশুদের সঙ্গে এমন আচরণ করতে নিষেধ করলেন ‘ভাইজান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement