Viral Video

‘স্কুলে যেতে চাই না’, সাপের মতো খাটিয়া জড়িয়ে তারস্বরে কান্না, বালককে খাটিয়াসমেত স্কুলে পৌঁছে দিল পরিবার, ভাইরাল ভিডিয়ো

স্কুল না যাওয়ার জেদ ধরে ফেলেছিল এক বালক। তাই খাটিয়াটি সাপের মতো জড়িয়ে ধরে রেখেছিল। স্কুলের সামনে পৌঁছে দেওয়া হয়েছে দেখে আরও জোরে কাঁদতে শুরু করল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৪:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুলে যাওয়ার নাম শুনলেই কান্না। বাড়ির লোকের কাছে বকা খেয়ে ইউনিফর্ম পরে নিয়েছে বালক। কিন্তু বাড়ি থেকে এক পা-ও বাইরে রাখতে রাজি নয় সে। ঘরে রাখা খাটিয়াকে সাপের মতো জড়িয়ে শুয়ে পড়েছে সে। পরিবারের কারও সাধ্যি নেই যে, তাকে স্কুলে যাওয়ার জন্য রাজি করান। কোনও উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত খাটিয়াসমেত বালককে তুলে আনলেন পরিবারের দুই তরুণ সদস্য।

Advertisement

স্কুলের দরজার সামনে খাটিয়াটি রেখে দিলেন তাঁরা। স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে দেখে তারস্বরে কাঁদতে শুরু করল বালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অতুল কুমার চৌধরি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণ মাঠ পার করে হেঁটে যাচ্ছেন। একটি খাটিয়া ধরে রয়েছেন তাঁরা। তাঁদের কাছে যেতেই দেখা গেল, খাটিয়ার এক ধারে সাপের মতো জড়িয়ে শুয়ে রয়েছে এক বালক। তার পরনে স্কুল ইউনিফর্ম। খাটিয়া জড়িয়ে তারস্বরে কেঁদে চলেছে সে।

Advertisement

খাটিয়াটি নিয়ে ওই দুই তরুণ একটি স্কুলের দরজার সামনে রেখে দিলেন। আসলে, ওই বালক তাঁদের পরিবারের ছেলে। স্কুল না যাওয়ার জেদ ধরে ফেলেছিল সে। তাই খাটিয়াটি সাপের মতো জড়িয়ে ধরে রেখেছিল বালকটি। কোনও ভাবেই তাকে ছাড়ানো যাচ্ছিল না। স্কুলের সামনে পৌঁছে দেওয়া হয়েছে দেখে আরও জোরে কাঁদতে শুরু করল বালকটি। পরিস্থিতি দেখে স্কুলের বাইরে ছুটে গেলেন এক শিক্ষক।

বালককে স্কুলের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি। কিন্তু সমস্ত চেষ্টাই বৃথা গেল। বালকটি কিছুতেই খাটিয়াটি ছাড়ছে না। জেদ ধরে রয়েছে সে। শিক্ষকের কাছে বকুনি খেয়েও নড়ল না বালকটি। স্কুলের অন্য পড়ুয়ারা তাকে দেখে হাসাহাসি করতে করতে স্কুলে চলে গেলেও বালকটি একই ভাবে খাটিয়া জড়িয়ে রইল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement