Viral Video

তরুণীর মন জয় করতে কেরামতি! নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার নিয়ে ওষুধের দোকানে ঢুকে পড়লেন তরুণ

অচেনা তরুণীর দৃষ্টি আকর্ষণ করতে স্কুটারের হ্যান্ডল ঘুরিয়ে শব্দ করছিলেন তরুণ। কিন্তু বাহন সঙ্গ দিল না। নিয়ন্ত্রণ হারিয়ে তরুণকে নিয়ে সোজা ওষুধের দোকানের ভিতর ঢুকে পড়ল বাহন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তাইল্যান্ডের রাস্তায় স্কুটার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণ পর্যটক। শর্টস-গেঞ্জি আর চোখে রোদচশমা পরে রাস্তার ধারে একটি ওষুধের দোকানে স্কুটার দাঁড় করিয়ে সেখানে বসেছিলেন তিনি। হঠাৎ তাঁর নজর পড়ে এক অচেনা তরুণীর দিকে। তাঁকে দেখে চোখ চকচক করে ওঠে পর্যটকের। স্কুটারে বসে তরুণীর মন জয় করার চেষ্টা করতে থাকেন। হ্যান্ডল ঘুরিয়ে স্কুটারে শব্দ করতে থাকেন তিনি। কিন্তু তরুণীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে নিজেই বিপদে পড়লেন।

Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার নিয়ে সোজা ওষুধের দোকানে ধাক্কা মারলেন তিনি। দোকানের কাচ ভেঙে চৌচির। গুরুতর আঘাত পেয়ে তরুণের পা থেকে গলগল রক্ত বেরোতে শুরু করল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ স্কুটার নিয়ে একটি ওষুধের দোকানের কাচ ভেঙে সোজা ভিতরে ঢুকে পড়লেন। দোকানে ঢুকে স্কুটার নিয়ে আছড়ে পড়লেন তিনি। দোকানের কাচের দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তরুণের পা থেকেও অঝোরে রক্ত বেরোতে দেখা যায়। এই ঘটনাটি গত ১৮ জুলাই তাইল্যান্ডের ফুকেতে ঘটেছে। ওষুধের দোকানের সামনে স্কুটার নিয়ে বসেছিলেন এক তরুণ।

Advertisement

হঠাৎ সেই পথ দিয়ে এক তরুণীকে হেঁটে যেতে দেখেন তরুণ। তাঁকে দেখে এক নজরেই ভাল লেগে যায় তরুণের। অচেনা তরুণীর দৃষ্টি আকর্ষণ করতে স্কুটারের হ্যান্ডল ঘুরিয়ে শব্দ করছিলেন তরুণ। কিন্তু বাহন সঙ্গ দিল না। নিয়ন্ত্রণ হারিয়ে তরুণকে নিয়ে সোজা ওষুধের দোকানের ভিতর ঢুকে পড়ল স্কুটারটি।

দোকানের কাচের দরজা ভেঙে স্কুটার নিয়ে আছড়ে পড়লেন তরুণ। তাঁর পা কেটে যায়। প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁর রক্তক্ষরণ বন্ধ করানো হয়। ক্ষতিপূরণ হিসাবে দোকানের মালিককে ২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭৩ হাজার টাকা) দিতে হয়েছে তরুণকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement