Viral Video

বর্ষার রাস্তায় তৈরি বিশাল ‘গুহা’য় ঢুকে গেল মদবোঝাই ট্রাক! গুরুগ্রামে হুলস্থুল, আটকে গেল ট্র্যাফিক, ভিডিয়ো ভাইরাল

মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে সেই গর্তের মধ্যেই মদবোঝাই ট্রাকটি উল্টে পড়ে। গাড়ি থেকে আহত অবস্থায় নেমে পড়েন ট্রাকের চালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মদবোঝাই ট্রাক নিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় নেমেছিলেন চালক। কিন্তু সামনে যে তাঁর ভয়ানক বিপদ, তা ঠাহর করতে পারেননি তিনি। ট্রাক চালাতে চালাতে হঠাৎ গাড়িটি নীচের দিকে গড়িয়ে পড়তে শুরু করে, যেন পাতালে প্রবেশ করছে ট্রাকটি। কিছু ক্ষণ পর সব স্তব্ধ হয়ে যায়। গাড়ি থেকে আহত অবস্থায় নেমে পড়েন ট্রাকের চালক। তার পর সেখান থেকে পালিয়ে যান।

Advertisement

মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে সেই গর্তের মধ্যেই মদবোঝাই ট্রাকটি উল্টে পড়ে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অমরিশরাজমোরাজকর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় তৈরি হওয়া এক বিশাল গর্তের ভিতর একটি ট্রাক উল্টে পড়ে রয়েছে। ট্রাকের মধ্যে বোঝাই করা মদের বোতল। সেই বোতলগুলিও ভেঙে গিয়েছে।

Advertisement

বুধবার রাত সাড়ে ১০টার সময় এই ঘটনাটি গুরুগ্রামের সাউদার্ন পেরিফেরাল রোডে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির কারণে রাস্তায় এই গর্ত তৈরি হয়েছে। ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, বৃষ্টির মধ্যে এই গর্তটি দেখতে পাননি তিনি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তের ভিতর পড়ে যায় ট্রাকটি। পথদুর্ঘটনার কারণে রাস্তায় দীর্ঘ ক্ষণের জন্য যান চলাচল থমকে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতে ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement