ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সকাল সকাল স্নান করার জন্য খোলা জায়গায় দাঁড়িয়ে পড়েছে হাতির ছানা। উপরে লাগানো স্প্রিঙ্কলার থেকে হাতির সারা গায়ে জল পড়ছে। স্নান করার সময় খুবই খুশি সে। শুঁড় তুলে আবার আনন্দ প্রকাশও করছে হস্তীশাবকটি। কিন্তু সব আনন্দ এক নিমেষে মাটিতে মিশে গেল তার। স্নান সারার সময় লাফিয়ে লাফিয়ে তার পায়ের কাছে চলে আসে একটি ব্যাঙ।
ছোট্ট ব্যাঙটিকে দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হাতির শাবকের। ভয়ে এক কোণে সিঁটিয়ে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রাজামান্নাই_মেমোরিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবককে স্নান করানো হচ্ছে। স্প্রিঙ্কলার থেকে তার সারা গায়ে জল ফেলা হচ্ছে। স্নান করতে করতে মনের আনন্দে নেচে উঠছে হাতির ছানাটি। শুঁড় তুলে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে ছিল সে।
হঠাৎই শুঁড় নামিয়ে দূরে সরে গেল হস্তীশাবকটি। তাকে দেখে মনে হল, কিছু দেখে সাংঘাতিক ভয় পেয়েছে সে। আসলে, হস্তীশাবক যখন স্নানে ব্যস্ত তখন তার পায়ের কাছে লাফিয়ে লাফিয়ে চলে আসে একটি ছোট্ট ব্যাঙ। ব্যাঙটিকে দেখেই ভয় পেয়ে যায় হাতির ছানাটি। তার পর এক পা- দু’পা করে পিছিয়ে যেতে শুরু করে সে। ব্যাঙটিও লাফাতে লাফাতে অন্য দিকে চলে যায়।