Viral Video

সাপের মতো প্রেমিককে জড়িয়ে তরুণী! ভরা ট্রেনে যুগলের ঘনিষ্ঠ অবস্থার ভিডিয়ো ভাইরাল হতেই কটাক্ষের বন্যা

একটি ট্রেনের মধ্যে আপার বার্থে শুয়ে রয়েছেন এক যুগল। তরুণীর ঘাড় জড়িয়ে বুকে টেনে নিয়েছেন তাঁর প্রেমিক। প্রেমিকাকে বুকে জড়িয়ে ফোনের দিকে তাকিয়ে রয়েছেন দু’জন। মাঝেমধ্যে কপাল থেকে চুলও সরিয়ে দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ০৯:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গন্তব্যের দিকে ট্রেন ছুটছে। যাত্রীরা নিজেদের আসনে বসে রয়েছেন। কিন্তু ভরা ট্রেনেও নিজেদের আলাদা করে নিয়েছেন যুগল। ট্রেনের আপার বার্থে উঠে পড়েছেন তরুণ-তরুণী। প্রেমিককে সাপের মতো জড়িয়ে ধরেছেন ওই তরুণী। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘রূপালি গৌতম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ট্রেনের মধ্যে আপার বার্থে শুয়ে রয়েছেন এক যুগল। তরুণীর ঘাড় জড়িয়ে বুকে টেনে নিয়েছেন তাঁর প্রেমিক। প্রেমিকাকে বুকে জড়িয়ে ফোনের দিকে তাকিয়ে রয়েছেন দু’জন।

মাঝেমধ্যে কপাল থেকে চুলও সরিয়ে দিচ্ছেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে যুগলকে তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে।

Advertisement

এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া অপরাধ নয়। কিন্তু স্থান-কাল-পাত্র নির্বিশেষে এমন আচরণ করা কি ঠিক?’’ আবার এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ট্রেনে অনেকে যাতায়াত করছেন। যুগলের আচরণে কেউ অস্বস্তিবোধ করতে পারেন। এ সব চার দেওয়ালের ভিতরেই রাখা যেত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement