ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কয়েক বছর আগে আহত অবস্থায় রাস্তা থেকে একটি কুকুরকে উদ্ধার করেছিলেন তরুণ। তার পর চিকিৎসার জন্য কুকুরটিকে পশু হাসপাতালে নিয়ে যান তিনি। কম সময়ের মধ্যেই কুকুরটির উপর মায়া পড়ে যায় তাঁর। তাকে দত্তকও নিয়ে ফেলেন তরুণ। তার পর থেকে তরুণের সর্ব ক্ষণের সঙ্গী সেই কুকুর। তরুণ যখনই বাড়ি থেকে কোনও কাজে বার হন, তখনই সাইকেলের পিছনে ধাওয়া করে পোষ্য কুকুরটি।
এক মুহূর্তের জন্যও তরুণকে একা ছাড়ে না কুকুরটি। তাই পোষ্যকে নিয়ে সাইকেলে চেপে সারা ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সফরমেরহি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সাইকেলের চারদিকে মালপত্র চাপিয়ে পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এক তরুণ। তাঁর নাম সোনু রাজ। বিহারের বাসিন্দা তিনি। উত্তরপ্রদেশে গিয়ে তিনি একটি কুকুরকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। তার পর পশু হাসপাতালে গিয়ে কুকুরটির চিকিৎসাও করিয়েছিলেন সোনু।
তবে কুকুরটিকে একা ফেলে যেতে পারেননি তরুণ। তাকে দত্তক নিয়ে ফেলেন তিনি। ভালবেসে কুকুরটির নাম রাখেন চার্লি। সোনুকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিত না চার্লি। তাই পোষ্যকে নিয়ে সারা ভারত ঘোরার সিদ্ধান্ত নেন সোনু। সাইকেল চালিয়ে ইতিমধ্যেই ১২ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ফেলেছেন তিনি। রামেশ্বরম থেকে কেদারনাথ, বদ্রিনাথ পর্যন্ত চার্লির সঙ্গে ঘুরে ফেলেছেন সোনু। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অধিকাংশ নেটাগরিক। এক জন লিখেছেন, ‘‘পোষ্যের প্রতি এই ভালবাসা যেন অটুট থাকে। চার্লি খুবই ভাগ্যবান।’’