Viral Video

গাড়ি পার্ক করতে গিয়ে বিপাকে! হাত ছড়িয়ে গাড়ির মাপজোক নিয়ে একাকার কাণ্ড তরুণীর, মজার ভিডিয়ো ভাইরাল

পার্কিং লটে গাড়ি রাখার একটি ফাঁকা জায়গা ছিল। কিন্তু সেই জায়গায় তাঁর গাড়ি ঢুকবে কি না, তা ঠাহর করতে পারছিলেন না তরুণী। পাছে গাড়ি পার্ক করতে গিয়ে কোথাও দাগ লেগে যায়, সেই ঝুঁকি নিতে রাজি নন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কালো রঙের একটি দামি গাড়ি কিনেছেন তরুণী। গাড়ির যত্নআত্তি ভাল করেই নেন তিনি। কিন্তু গাড়ি কিনলেও পাকা ‘ড্রাইভার’ নন তিনি। নিজেই গাড়ি চালান। কিন্তু চালকের আসনে বসে গাড়ি পার্ক করতে গিয়ে কালঘাম ছুটে গেল তরুণীর। গাড়ি থেকে নেমে হাত দিয়ে মাপজোক করে অবশেষে গাড়ি ঠিক জায়গায় পার্ক করতে সক্ষম হন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কুয়েতইনসাইড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী পার্ক করবেন বলে পার্কিং লটে গিয়ে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লেন। চালকের আসনে বসেছিলেন তিনি। কিন্তু গাড়ির ভিতরে বসে হিসেবনিকেশ করতে পারছিলেন না তিনি। পার্কিং লটে গাড়ি রাখার একটি ফাঁকা জায়গা ছিল। কিন্তু সেই জায়গায় তাঁর গাড়ি ঢুকবে কি না, তা ঠাহর করতে পারছিলেন না তিনি।

পাছে গাড়ি পার্ক করতে গিয়ে কোথাও দাগ লেগে যায়, সেই ঝুঁকি নিতে রাজি নন তিনি। তাই গাড়ি থেকে নেমে পড়লেন তরুণী। গাড়িটি কতটা চওড়া তা মাপতে দু’হাত ছড়িয়ে পিছনে দাঁড়িয়ে পড়লেন তিনি। গাড়িটির মাপজোক নিয়ে হাত সে ভাবে ছড়িয়ে পার্কিং লটের ফাঁকা জায়গার দিকে এগিয়ে গেলেন তরুণী।

Advertisement

বার দুয়েক একই ভাবে মাপজোক করে নেওয়ার পর নিশ্চিত হলেন তিনি। তার পর সেখানে গাড়িটি পার্ক করে শান্ত হন তরুণী। এই ঘটনাটি তুরস্কে ঘটেছে বলে জানা গিয়েছে। তবে তরুণীর নাম-পরিচয় কিছুই জানা যায়নি। এই ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শেষমেশ জ্যামিতি কষে গাড়ি পার্ক করতে হচ্ছে তরুণীকে! চালকের কী দুরবস্থা!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement