Viral Video

মালাবদলে গন্ডগোল! না বুঝে পাত্র-পাত্রীকেই বরমালা পরিয়ে দিল দুই খুদে, মজার ভিডিয়ো ভাইরাল

খ্রিস্টান মতে বিয়ের সময় আংটিবদলের আগে যেমন দুই পরিবারের পক্ষ থেকে কেউ আংটি নিয়ে আসেন, শুভ-লিজ়ার বিয়েতেও সেই নিয়ম মানা হল। তবে অন্য রকম ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিদেশিনিকে বিয়ে করছেন ভারতীয় তরুণ। হিন্দু মতে বিয়ে করছেন তাঁরা। মালাবদলের সময় দুই নাবালক বরমালা হাতে হবু দম্পতির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পাত্র-পাত্রীর হাতে সেই মালা না দিয়ে তাঁদের পরিয়েই দিল দুই খুদে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তখন হেসে গড়াগড়ি খাচ্ছেন। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। উপায় না দেখে ফুলের পাপড়ি ছড়িয়ে শেষমেশ পাত্র-পাত্রীকে শুভেচ্ছা জানালেন অতিথিরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘রেয়ারইন্ডিয়ানক্লিপ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ের সাজে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন পাত্র-পাত্রী। বিদেশিনি পাত্রীর নাম লিজ়া। পাত্র ভারতীয় তরুণ। তাঁর নাম শুভ। রাজস্থানের আলিলা দুর্গে বিয়ের অনুষ্ঠান হয়েছে তাঁদের। হিন্দু মতে বিয়ে করছিলেন তাঁরা।

খ্রিস্টান মতে বিয়ের সময় আংটিবদলের আগে যেমন দুই পরিবারের পক্ষ থেকে কেউ আংটি নিয়ে আসেন, শুভ-লিজ়ার বিয়েতেও সেই নিয়ম মানা হল। তবে অন্য রকম ভাবে। আংটির পরিবর্তে বরমালা নিয়ে হবু দম্পতির দিকে এগিয়ে যাচ্ছিল দুই খুদে। দু’জনেই বিদেশি। হিন্দু মতে বিয়ের নিয়মকানুন জানা ছিল না তাদের।

Advertisement

হবু দম্পতির হাতে বরমালা না দিয়ে তাঁদের গলায় মালা পরিয়ে দিল তারা। বিদেশিনি পাত্রীও ঝুঁকে পড়ে মালা পরে নিলেন। ভারতীয় পাত্র তখন আর কীই বা করবেন! অগত্যা তিনিও খুদের হাত থেকেই মালা পরে ফেললেন। মালাবদলের অনুষ্ঠান পুরো মাঠে মারা গেল। তা দেখে অতিথিরা হাসাহাসি শুরু করলেন। তার পর ফুলের পাপড়ি দিয়ে পাত্র-পাত্রীকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানালেন সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement