Viral Video

জঙ্গলে দুই বোনের লড়াই! গর্জন করে দু’পায়ে দাঁড়িয়ে ‘হাতাহাতি’ রণথম্ভোরের দুই বাঘিনির, ভিডিয়ো ভাইরাল

সামনের দুই পা ছুড়ে দুই বাঘিনি একে অপরের গায়ে থাবা বসিয়ে আক্রমণ করছে। যুদ্ধ করতে করতে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে দুই হিংস্র শ্বাপদ। তার পর সে ভাবেই লড়াই চালিয়ে যায় তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৭:৩৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের চারদিক গর্জনের শব্দে কেঁপে উঠেছে। জঙ্গলের মাঝে লড়াই বেঁধেছে দুই বাঘিনির। লড়াই করতে করতে একে অপরকে মাটিতে ফেলে দিচ্ছে তারা। আবার কখনও দু’পায়ে দাঁড়িয়ে যুদ্ধও চলছে দুই বোনের। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে এই ঘটনাটি ঘটেছে। সমাজমাধ্যমে দুই বাঘিনির লড়াইয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘টাইগারডেনরিসর্ট_রণথম্ভোর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সামনের দুই পা ছুড়ে দুই বাঘিনি একে অপরের গায়ে থাবা বসিয়ে আক্রমণ করছে। যুদ্ধ করতে করতে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে দুই হিংস্র শ্বাপদ। তার পর সে ভাবেই লড়াই চালিয়ে যায় তারা। কিছু ক্ষণের জন্য যুদ্ধ থামালেও এক বাঘিনির মুখে থাবা বসিয়ে চড় মারে অন্য বাঘিনি।

তার পর যুদ্ধ থামিয়ে গর্জন করতে থাকে তারা। সাফারি করতে বেরিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা। এই ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে বন্যার ঝড় বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাফারি করতে বেরিয়ে এমন দৃশ্য দেখাও ভাগ্যের ব্যাপার।’’ আবার এক জনের কথায়, ‘‘চোখের সামনে দুই বাঘিনির গর্জন শুনেই তো জ্ঞান হারিয়ে ফেলব আমি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement