Viral Video

ফুলশয্যার রাতে ঘরে ঢুকে চমকে পিছিয়ে গেলেন নবদম্পতি, মুখ চাওয়াচাওয়ি করলেন অবাক দৃষ্টিতে, কেন?

ফুলশয্যার খাট সাধারণত সাজানো হয় ফুল দিয়ে। কিন্তু ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নবদম্পতির জন্য ফুলের পাশাপাশি ফল দিয়েও খাট সাজিয়েছেন বরের বৌদি। খাটের বিভিন্ন প্রান্ত থেকে ঝুলছে আপেল, লেবু, আঙুরের থোকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
Share:

—প্রতীকী ছবি।

বৌভাতের রাতে খাওয়া-দাওয়া মেটার পর ফুলশয্যার ঘরে ঢুকেছিলেন নবদম্পতি। তবে বরের বৌদির সাজানো খাট দেখে চমকে গেলেন দু’জনেই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন অবাক দৃষ্টিতে। কিন্তু কেন? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ফুলশয্যার খাট সাধারণত সাজানো হয় ফুল দিয়ে। কিন্তু ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নবদম্পতির জন্য ফুলের পাশাপাশি ফল দিয়েও খাট সাজিয়েছেন বরের বৌদি। খাটের বিভিন্ন প্রান্ত থেকে ঝুলছে আপেল, লেবু, আঙুরের থোকা। আর তা দেখে হতবাক হয়ে যান নবদম্পতি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সাইমা_সেস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “মনে হচ্ছে সারা রাত ধরে ফল ছিঁড়ে খাওয়ার পরিকল্পনা ছিল নবদম্পতির।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ রকম আজগুবি ফুলশয্যার খাট জীবনে দেখিনি। আর কত কী যে দেখতে হবে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement