Viral Video

মন্দিরের ভিতর ভয়ঙ্কর ‘দর্শনার্থী’! বুনো দাঁতালকে দেখে ভয়ে পালালেন পুণ্যার্থীরা, তামিলনাড়ুর ভিডিয়ো ভাইরাল

জঙ্গল থেকে টহল দিতে দিতে মন্দিরচত্বরে ঢুকে পড়েছিল একটি বুনো দাঁতাল। দরজা দিয়ে সোজা গর্ভগৃহে ঢুকে পড়ে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১২:৩৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মন্দিরের ভিতর পুজো সারছিলেন দর্শনার্থীরা। হঠাৎ পুজো ফেলে রেখে মন্দিরচত্বরে দৌড়োদৌড়ি করতে শুরু করলেন তাঁরা। প্রাণ বাঁচাতে দিশাহীন ভাবে ছুটতে থাকলেন সকলে। তত ক্ষণে বুনো দাঁতাল মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে। তা দেখে ভয়ে সিঁটিয়ে গেলেন দর্শনার্থীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার তামিলনাড়ু কোয়েম্বত্তুর জেলার পুণ্ডি গ্রামের আরুলমিগু ভেল্লিনগিরি আন্দাভার থিরুকোভিল মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। জঙ্গলের অনতিদূরেই রয়েছে এই মন্দির। জঙ্গল থেকে টহল দিতে দিতে মন্দিরচত্বরে ঢুকে পড়েছিল একটি বুনো দাঁতাল। দরজা দিয়ে সোজা গর্ভগৃহে ঢুকে পড়ে সে। বুনো হাতিকে দেখে দিগ্‌বিদিকশূন্য হয়ে দৌড়োতে শুরু করেন দর্শনার্থীরা। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের কর্মীরা। দাঁতালটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় মন্দিরে উপস্থিত কোনও পুণ্যার্থী আহত হননি বলে জানিয়েছে বন দফতর। শুক্রবার মন্দির কর্তৃপক্ষ এবং বনবিভাগের আধিকারিকদের মধ্যে বৈঠক হলে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মন্দিরের চারপাশে ১০ ফুট উঁচু দেওয়াল নির্মাণ করা হবে। অক্টোবর মাসের শেষের দিকে দেওয়াল নির্মাণের কাজ শুরু করা যেতে পারে বলে দু’পক্ষের তরফে স্থির করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement