ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গল্ফ কোর্সে খেলা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলেন তরুণ খেলোয়াড়। দু’পাশে জলাশয়— তার মাঝখান দিয়েই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ধীরেসুস্থে হাঁটছিলেন তিনি। হঠাৎ তার দিকে ডানা ঝাপটে এগিয়ে গেল একটি রাজহাঁস। ভয় পেয়ে পুকুরের জলে পড়ে গেলেন তরুণ। তার পর আরও একটি রাজহাঁস তাড়া করতে শুরু করল তরুণকে। দুই রাজহাঁস মিলে তরুণকে তাড়া করে পাড়াছাড়া করল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অ্যাকিউওয়েদার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি রাজহাঁস মিলে এক তরুণকে তাড়া করেছে। ভয়ে তাড়াতাড়ি ব্যাগপত্তর নিয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছেন সেই তরুণ। সম্প্রতি এই ঘটনাটি ওয়াশিংটন কাউন্টির মেরিল্যান্ডের হ্যাগার্সটাউন শহরের একটি গল্ফ কোর্সে ঘটেছে।
খেলা শেষ করে ফিরছিলেন এক তরুণ খেলোয়াড়। জলাশয় দিয়ে দু’পাশে ঘেরা রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। সেই সময় জলাশয় থেকে একটি রাজহাঁস সেই তরুণের দিকে উড়ে গেল। বার বার ডানা ঝাপটে তরুণকে তাড়া করতে থাকল সে। তরুণও ভয় পেয়ে এক পা- দু’পা করে পিছিয়ে যেতে শুরু করলেন। তার পর সোজা গিয়ে পড়লেন পুকুরের জলে। তাড়াহুড়ো করে আবার রাস্তায় উঠে পড়লেন তরুণ। তখন অন্য একটি রাজহাঁস তেড়ে গেল তরুণের দিকে। ভয় পেয়ে ব্যাগ পাঁজাকোলা করে সেখান থেকে দৌড় দিলেন খেলোয়াড়।