Viral Video

ট্রেন থেকে ঝুলে ঝুলে রিল! নজরে পড়তেই হিড়হিড় করে টেনে এনে বেদম মার মায়ের, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিন্‌স এবং টপ পরে রিল বানাচ্ছেন এক তরুণী। রিল বানানোর নেশায় ক্যামেরাম্যানের হাত ধরে ট্রেন থেকে ঝুলে পড়েন তিনি। এর পর বেশ কিছু ক্ষণ ঝুলেই ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেন থেকে ঝুলে ঝুলে রিল বানাচ্ছিলেন তরুণী। একই ট্রেনে ছিলেন তাঁর মা-ও। তবে মেয়ে যে ট্রেন থেকে ঝুলে ঝুলে বিপজ্জনক ভাবে রিল বানাচ্ছেন, তা প্রথমে তাঁর মা টের পাননি। জানতে পেরে জনসমক্ষেই তরুণী কন্যাকে পেটালেন তিনি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও শুরু হয়েছে বিস্তর (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিন্‌স এবং টপ পরে রিল বানাচ্ছেন এক তরুণী। রিল বানানোর নেশায় ক্যামেরাম্যানের হাত ধরে ট্রেন থেকে ঝুলে পড়েন তিনি। এর পর বেশ কিছু ক্ষণ ঝুলেই ছিলেন। তবে বিপত্তি বাধে বিষয়টি তাঁর মায়ের নজরে পড়ার পর। হিড়হিড় করে ট্রেনের ভিতর টেনে আনেন মেয়েকে। এর পর জনসমক্ষেই মেয়ের চুলের মুঠি ধরে মারতে শুরু করেন। পরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ২২ ফেব্রুয়ারি ভি়ডিয়োটি ‘মমতা রাজগড়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জু়ড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে ওই তরুণীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রেন থেকে বিপজ্জনক ভাবে ঝোলার জন্য নেটাগরিকদের অনেকে আবার তরুণীর সমালোচনায় সরব হয়েছেন। এক নেটাগরিক ওই ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘রিলের জন্য আজকের তরুণ সমাজ উচ্ছন্নে যাচ্ছে। বেশ হয়েছে মায়ের হাতে মার খেয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণীর ওই ভাবেই মার খাওয়া উচিত। জীবন নিয়ে এই ছেলেখেলা করার কোনও মানে হয় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement