ছবি: ইনস্টাগ্রাম।
পায়ে করে টেনে বিশালাকার অজগরকে নদী থেকে উদ্ধার করলেন এক তরুণ! টেনে তুললেন জল থেকে। এমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীর উপর সেতুতে একদল মানুষ জটলা করছেন। সেতুর নীচে জলের মধ্যে একটি অজগরকে দেখা যাচ্ছে। এমন সময় এক তরুণ একটি আঁকশি নিয়ে সেতুর রেলিং-এ উঠে পড়েন। ধীরে ধীরে সেতুর একটি স্তম্ভে নেমে পড়েন তিনি। আঁকশি দিয়ে প্রথমে সাপের লেজ টেনে তোলেন জল থেকে। এর পর ধীরে ধীরে পা দিয়ে অজগরটির লেজ টানতে থাকেন উপরের দিকে। এর পর সাপটিকে ধরে আবার সেতুতে উঠে আসেন। বিশালাকার সাপটিকেও উপরে তুলে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিশাল স্নেক সেভার’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে তরুণের সাহসিকতার প্রশংসা করলেও অনেকেই তাঁর সমালোচনায় সরব হয়েছেন। নেটাগরিকদের একাংশের দাবি, অজগরটিকে ওই ভাবে উদ্ধার করার কোনও প্রয়োজন ছিল না। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমদের উচিত বাকি প্রাণীদের শান্তিপূর্ণ ভাবে বাঁচতে দেওয়া। অজগরটি নিজের মতো ছিল। ওই তরুণকে কে বলেছিল সাপটিকে ধরতে?’’