Viral Video

‘এমন মারব কেউ চিনতে পারবে না’, গাড়ি থেকে নামতে বলায় সিএনজি-কর্মীকে বন্দুক নিয়ে হুমকি তরুণীর, ভাইরাল ভিডিয়ো

ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ‘মিস্টার সিন্‌হা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দেখার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১২:৫৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জ্বালানি ভরার সময় গাড়ি থেকে নামতে অনুরোধ করেছিলেন সিএনজি স্টেশনের এক কর্মী। সেই ‘অপরাধে’ গাড়ি থেকে নেমে ওই কর্মীর দিকে বন্দুক তাক করলেন এক মহিলা। গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকিও দিলেন। চাঞ্চল্যকর সেই ঘটনাটি রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের হারদোইয়ে ঘটেছে। পুরো ঘটনাটি সিএনজি স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের হারদোইয়ে গাড়িতে জ্বালানি ভরানোর জন্য একটি সিএনজি স্টেশনে আসেন এহসান খান এবং তাঁর পরিবার। ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁদের গাড়ি থেকে নেমে আসতে বলেন ওই সিএনজি স্টেশনের এক কর্মী। আর তাতেই চটে যান তাঁরা। বাগ্‌বিতণ্ডা শুরু হয় দু’পক্ষের। এর পর ওই কর্মী এহসানকে পিছনে ঠেলে দিলে ঝামেলা আরও তীব্র রূপ নেয়। অভিযোগ, সেই সময় একটি বন্দুক নিয়ে এসে ওই কর্মীর দিকে তাক করেন এহসানের কন্যা আবিরা খান। আবিরা নাকি তাঁকে বলেন যে, ‘‘এত গুলি চালাব যে তোমার পরিবার তোমায় চিনতে পারবে না।’’ এর পরেই আবিরাকে তাঁর পরিবার ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে এহসানের নামে নিবন্ধিত রিভলবারটি পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর।

ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ‘মিস্টার সিন্‌হা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দেখার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement