Viral Video

রাস্তায় দাঁড়িয়ে থাকা ষাঁড়ের দিকে ঢিল ছুড়তেই তেড়ে এল বিশাল প্রাণী, গুঁতোয় উড়ে গিয়ে পড়লেন বৃদ্ধ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু গলির মধ্যে একটি বাড়ি। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ। ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে আসছিল বিশাল একটি কালো ষাঁড়। মাথায় বিশাল শিং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৯:২৭
Share:

বৃদ্ধকে গুঁতোচ্ছেন ষাঁড়। ছবি: এক্স থেকে নেওয়া।

অযথা ষাঁড়ের গায়ে ঢিল ছুড়েছিলেন বৃদ্ধ। কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল দৃশ্যপট। রাস্তার মধ্যে বৃদ্ধকে তাড়া করল বিশাল ষাঁড়। গুঁতোও মারল জোরদার। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু গলির মধ্যে একটি বাড়ি। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ। ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে আসছিল বিশাল একটি কালো ষাঁড়। ষাঁড়টি পেরিয়ে যেতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন বৃদ্ধ। ঢিল তুলে নিয়ে পিছন থেকে ষাঁড়টির গায়ে ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় ষাঁড়টি। রাগে ফোঁস ফোঁস করতে শুরু করে। ষাঁড়ের ওই মূর্তি দেখে ভয় পেয়ে যান বৃদ্ধ। একটি বাইকের আড়ালে লুকোনোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয় না। ষাঁড়টি তেড়ে আসতেই দৌড়োতে শুরু করেন বৃদ্ধ। ষাঁড়টিও তাঁর পিছু নিয়ে মোক্ষম এক গুঁতো দেয়। এক জন পথচারী সেই দৃশ্য দেখে বৃদ্ধকে উদ্ধারের জন্য দৌড়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার ষাঁড়টিকে বিনা কারণে উত্ত্যক্ত করার জন্য বৃদ্ধের সমালোচনায় সরব হয়েছেন। তাঁদের দাবি, উচিত শিক্ষা পেয়েছেন বৃদ্ধ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মৃত্যুর সময় নিকট হলে বুদ্ধি কাজ করে না। আমি ষাঁড়টিকে সমর্থন করি। কী দরকার ছিল ষাঁড়টিকে বিনা কারণে ঢিল ছোড়ার? উচিত শিক্ষা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement