ভাতের গামলায় পা তুলে ঘুমোচ্ছেন নিরাপত্তারক্ষী। ছবি: এক্স থেকে নেওয়া।
মদ খেয়ে কলেজের রান্নাঘরে ঘুমোচ্ছেন নিরাপত্তারক্ষী। মদের ঘোরে পা উঠে গিয়েছে পড়ুয়াদের জন্য তৈরি ভাতের গামলায়। ঘুমের মধ্যে সেই ভাত গোড়ালি দিয়ে চেপেও দিচ্ছেন তিনি! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার একটি পলিটেকনিক কলেজে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে সরানো হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলঙ্গানার ইসমাইলখানপেটের কাছে একটি পলিটেকনিক কলেজে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, চন্দ্রশেখর নামে কলেজের এক নিরাপত্তারক্ষী মদ খেয়ে কলেজেরই রান্নাঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘোরে কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের জন্য তৈরি ভাতের গামলায় পা তুলে দেন তিনি। ঘুমের মধ্যে সেই ভাত পা দিয়ে চটকাতেও থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন কলেজ কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা। নিরাপত্তারক্ষীর কাণ্ড দেখে হতবাক হয়ে যান তাঁরা। চন্দ্রশেখরকে ঘুম থেকে ডাকার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ঘুম ভাঙেনি। কয়েক জন পড়ুয়া পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, চন্দ্রশেখর যে ভাতে পা তুলেছিলেন, নোংরা হয়ে যাওয়ার কারণে সেটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের রান্নাঘরের দায়িত্বে থাকা ঠিকাদারকে খবর দেওয়া হয়। অন্য দিকে, খবরটি জেলাশাসকের কাছে পৌঁছোলে অবিলম্বে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। চন্দ্রশেখরকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজ কর্তৃপক্ষ।
নিরাপত্তারক্ষীর ভাতের গামলায় পা তোলার ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিউজ়মিটার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই ভিডিয়োটি দেখে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের অনেকে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে আরও কড়া শাস্তির দাবি তুলে সরব হয়েছেন তাঁরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘আরও কড়া শাস্তি হওয়া উচিত। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মানুষদের চাকরি করাই উচিত নয়।’’