ছবি: এক্স থেকে নেওয়া।
সন্তানকে শিকারের তাল করছিল ধূর্ত শিয়াল। জলে নেমে মেরে ফেলার ফন্দিও এঁটেছিল। কিন্তু ধূর্ত শিয়ালের পরিকল্পনা ভেস্তে দিল রাজহাঁস। সন্তানকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াল সে। কিছুতেই শিয়ালকে কাছে ঘেঁষতে দিল না সে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট একটি জলাভূমিতে সন্তানের সঙ্গে সাঁতার কাটছে একটি রাজহাঁস। এমন সময় সেখানে পৌঁছোয় একটি শিয়াল। শিকারের উদ্দেশ্যে রাজহাঁসের ছানার দিকে তেড়ে যায় সে। তখনই এগিয়ে আসে রাজহাঁস। সন্তানকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় সে। ডানা মেলে সন্তানকে আড়াল করে। পাল্টা হামলাও করে। বেশ কয়েক বার ব্যর্থ চেষ্টা করার পর এলাকা ছেড়ে পালায় শিয়ালটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সায়েন্স গার্ল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। রাজহাঁসের সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সন্তানকে রক্ষা করতে প্রাণের বাজি ধরতে পিছপা হন না মা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ধূর্ত শিয়াল উচিত শিক্ষা পেয়েছে। রাজহাঁসের সাহসকে কুর্নিশ।’’