বিরল সেই ছবি। ছবি: এক্স থেকে নেওয়া।
সূর্যের একদম সামনে থেকে মহাশূন্যে স্কাইডাইভিং তরুণ ইউটিউবারের! অবিশ্বাস্য মনে হচ্ছে? কারণ, সূর্যের অত সামনে তো কেউ এখনও পর্যন্ত যেতেই পারেননি। তা হলে? আসলে বিশেষ কায়দায় সেই ছবি তুলেছেন বিখ্যাত মহাকাশ আলোকচিত্রী অ্যান্ড্রু ম্যাকার্থি। আমেরিকার অ্যারিজোনার ওই আলোকচিত্রী এক ইউটিউবারের স্কাইডাইভিংয়ের ছবি এমন ভাবেই তুলেছেন, যা দেখে মনে হচ্ছে সূর্যের সামনে গিয়ে স্কাইডাইভিং করেছেন ওই ইউটিউবার। সেই ছবি এবং ভিডিয়ো কী ভাবে তোলা হয়েছে তার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ছবিতে দেখা গিয়েছে, সূর্যের সবচেয়ে বাইরের স্তর ‘করোনা’ জ্বলছে। ছিটকে আসছে আগুন। আর তার ঠিক সামনেই স্কাইডাইভিং করছেন এক ব্যক্তি। মুখ না বোঝা গেলেও কালো অবয়ব দেখে বোঝা যাচ্ছে তিনি পুরুষ। দেখে মনে হচ্ছে মহাশূন্যে ঝাঁপ দিয়েছেন তিনি।
ওই স্কাইডাইভার আসলে ইউটিউবার এবং সঙ্গীতশিল্পী গ্যাব্রিয়েল সি ব্রাউন। সূর্যের জ্বলন্ত পৃষ্ঠের সঙ্গে সামঞ্জস্য রেখে গত শনিবার বিশেষ কায়দায় তাঁর সেই ছবি তুলেছেন মহাকাশ আলোকচিত্রী অ্যান্ড্রু। ছবিটির নাম দিয়েছেন ‘দ্য ফল অফ ইকারাস’। অ্যান্ড্রু জানিয়েছেন ছবিটি তোলার জন্য অযৌক্তিক স্তরের পরিকল্পনা করেছিলেন তিনি। এটিই সম্ভবত এই ধরনের প্রথম ছবি। সেই ছবি কী ভাবে ক্যামেরাবন্দি করেছেন, তার একটি ভিডিয়োও প্রকাশ্যে এনেছেন অ্যান্ড্রু। একটি পোস্ট করে অ্যান্ড্রু লিখেছেন, ‘‘সূর্যের পরিমণ্ডল দেখানোর জন্য হাইড্রোজেন আলফা আলোয় লাফের মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে।’’
ছবিটি তোলার সময় অ্যান্ড্রুর ক্যামেরা থেকে প্রায় ৮,০০০ ফুট দূরে এবং প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় একটি ছোট প্রপেলারচালিত বিমানে ছিলেন ইউটিউবার গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল সেই বিমান থেকে লাফ দিতেই ছবিটি ক্যামেরাবন্দি করেন অ্যান্ড্রু। সেই ছবি এবং ভিডিয়ো তোলার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে অ্যান্ড্রুরই এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেগুলি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।