Viral Video

আমায় ‘সুগার ড্যাডি’ এনে দাও! বিধবা মায়ের কাছে আর্জি জানিয়ে রোষের মুখে নেটপ্রভাবী তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিছানার উপর বসে রয়েছেন এক মহিলা এবং তাঁর মেয়ে। ভিডিয়োয় বার বার মায়ের কাছে ‘সুগার ড্যাডি’ এনে দেওয়ার জন্য আর্জি জানাতে দেখা গিয়েছে তরুণী কন্যাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২
Share:

মায়ের সঙ্গে ভিডিয়ো করার সময় তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

বিধবা মায়ের কাছে বার বার ‘সুগার ড্যা়ডি’ এনে দেওয়ার আর্জি! মজা করে ভিডিয়ো বানিয়ে নেটাগরিকদের রোষের মুখে এক নেটপ্রভাবী তরুণী। সমাজমাধ্যমে পোস্ট করা তাঁর ওই রিল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। বিতর্কও তৈরি হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিছানার উপর বসে রয়েছেন এক মহিলা এবং তাঁর মেয়ে। ভিডিয়োয় বার বার মায়ের কাছে ‘সুগার ড্যাডি’ এনে দেওয়ার জন্য আর্জি জানাতে দেখা গিয়েছে তরুণী কন্যাকে। ভিডিয়ো জুড়ে বিষয়টি নিয়ে মজা করতে দেখা গিয়েছে তাঁকে। বার বার এক জন বয়স্ক কিন্তু ধনী সঙ্গী খুঁজে বার করার অনুরোধ করতেও দেখা গিয়েছে। এমনকি মাকে ডেটিং অ্যাপে প্রোফাইল বানিয়ে দেওয়ার কথা বলতেও শোনা গিয়েছে তরুণীকে। তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘‘কী লাভ তোমার বিধবা হওয়ার, আমার জন্য কোনও সুগার ড্যাডি নিয়ে এসো।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘নিকিতা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। তরুণীর ভিডিয়ো অসংবেদনশীল এবং অসম্মানজনক বলে দাবি করেছেন তাঁরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তোমার মতো নির্লজ্জ সন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকা ভাল। তুমি নিজের মায়ের জন্যও সঙ্গী খুঁজতে পারো, কিন্তু তা এ রকম ভাবে নয়। তুমি আসলে মৃত বাবাকে নিয়েও উপহাস করলে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সব বিষয় নিয়ে রসিকতা করতে নেই। কিছু বিষয় সংবেদনশীল হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement