Viral Video

‘শুধু মেয়েদের ভিডিয়োর সময় বাজ পড়ে কেন’! ঈশ্বরের কাছে প্রার্থনা করে হাতেনাতে ফল পেলেন যুবক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর তার মধ্যেই বাইকের পিছনে বসে ভিজতে ভিজতে যাচ্ছেন এক যুবক। ফোনের ক্যামেরা অন রেখেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৪:২৬
Share:

—প্রতীকী ছবি।

বলা হয় যে ঈশ্বর প্রত্যেকের প্রার্থনা শোনেন। তবে এ বার প্রার্থনা করা মাত্রই হাতেনাতে ফল পেলেন যুবক। বৃষ্টিতে বাইকের পিছনে বসে ভিজতে ভিজতে যাওয়ার সময় ‘ঈশ্বরের সঙ্গে কথা’ বলছিলেন তিনি। ভিডিয়োয় হাসতে হাসতে ভগবানকে মনের কথাও জানাচ্ছিলেন। আর তখনই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। মনোবাঞ্ছা পূর্ণ হল যুবকের। দেখে তাজ্জব বনে গেলেন তিনি নিজেও। কিন্তু ঈশ্বর তাঁর কোন ইচ্ছা পূরণ করলেন? সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর তার মধ্যেই বাইকের পিছনে বসে ভিজতে ভিজতে চলেছেন এক যুবক। ফোনের ক্যামেরা অন রেখেছেন তিনি। যুবককে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘‘ঈশ্বর, তুমি কেবল মেয়েরা ভিডিয়ো করার সময়েই বজ্রপাত করো।’’ যুবক সে কথা বলামাত্র গর্জে ওঠে আকাশ। বিদ্যুতের ঝলকানির মুহূর্ত ধরা পড়ে তাঁর ক্যামেরায়। অবাক হয়ে যান যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম অভিষেক শর্মা। তিনি নিজেই ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৪০ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার ঐশ্বরিক মহিমার পক্ষে যুক্তি দিয়েছেন। এক জন নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘ভাই অন্য কিছু চাইতে পারতে। সেটাও ঠিক পেয়ে যেতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement