ছবি: এক্স থেকে নেওয়া।
কুমির খুবই বিপজ্জনক একটি প্রাণী। মুহূর্তের মধ্যে যে কাউকে শিকার করতে পারে ‘জলের রাজা’। তাই এই প্রাণীর কাছে গিয়ে সাবধানতা অবলম্বন না করলে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখে মাংসের টুকরো নিয়ে জলাশয়ে নেমে কী ভাবে তা একটি বিশাল কুমিরকে খাওয়াচ্ছেন এক যুবক! ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিন্স, টুপি এবং রোদচশমা পরে একটি ছোট জলাশয়ে নেমেছেন এক যুবক। তাঁর মুখে একটি মাংসের টুকরো ধরা। আর সামনে বিশাল একটি কুমির! জলের রাজাকে নিজের মুখে করেই সেই মাংস খাওয়ানোর চেষ্টা করছেন যুবক। কুমির সেই মাংস খেতে এলেই সরে যাচ্ছেন তিনি। নাগাড়ে বিরক্ত করছেন। কিছু ক্ষণ পরে মাংসের টুকরোটি মুখ থেকে ফেলে দেন ওই যুবক। কুমিরটিও তা খেয়ে নেয়। এর পর ওই যুবক কুমিরটির মাথার কাছে মাথা নিয়ে গিয়ে আদর করতে থাকেন ভয়ঙ্কর প্রাণীটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ড্যাম নেচার ইউ স্কেয়ারি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘বেশি পাকামি! এই জন্য ছেলেরা মেয়েদের থেকে কম দিন বাঁচে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কুমির খুবই বিপজ্জনক। যুবক যা করেছেন তাকে পাগলামি বলে।’’