Viral Video

বিদ্যুতের বিল কী করে কম হবে? অদ্ভুত উপায় বাতলালেন পাকিস্তানের ধর্মগুরু! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন পাকিস্তানের ওই মুসলিম ধর্মগুরু। বিদ্যুতের বিল কী ভাবে কমানো যায় তা নিয়ে তাঁকে প্রশ্ন করছেন সঞ্চালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৪:৫২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গ্রীষ্মের মাসগুলিতে বিদ্যুতের বিল সাশ্রয়ের জন্য কী করতে হবে? উপায় বাতলালেন পাকিস্তানের এক মুসলিম ধর্মগুরু। আর তা শুনে হইচই পড়ল সমাজমাধ্যমে। কিন্তু বিদ্যুতের বিল বাঁচানোর জন্য কী এমন উপায়ের কথা বললেন ওই মুসলিম ধর্মগুরু? তার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন পাকিস্তানের ওই মুসলিম ধর্মগুরু। বিদ্যুতের বিল কী ভাবে কমানো যায় তা নিয়ে তাঁকে প্রশ্ন করছেন সঞ্চালিকা। ওই সঞ্চালিকা প্রশ্ন করেন, ‘‘বিদ্যুতের বিল খুব বেশি আসছে। এটা কমানোর জন্য আপনি কি আমাদের কোনও প্রতিকার বলতে পারেন?’’ উত্তরে ওই মৌলানাকে বলতে শোনা যায়, ‘‘যদি আপনি চান যে আপনার ঘরে বিদ্যুতের বিল কম আসুক, তা হলে একটা উপায় আছে। নিজের তর্জনী দিয়ে মিটারের উপর ‘জম জম’ লিখতে হবে আপনাকে। প্রতি ১৫ দিন অন্তর এই প্রক্রিয়া করতে হবে। মাসে দু’বার। আমি গ্যারান্টি দিচ্ছি যে বিদ্যুতের বিল কম আসবে।’’ ওই মৌলানার কথা শুনে তাঁর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন সঞ্চালিকা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সোনম মহাজন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় দেড় লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। অনেকে বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্য করলেও নেটাগরিকদের একাংশ জানিয়েছেন যে তাঁরা ওই উপায় অবলম্বন করবেন। এক জন রসিকতা করে লিখেছেন, ‘‘জম জম লিখতে গিয়েছিলাম। বিদ্যুতের ঝটকা খেয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement