ছবি: এক্স থেকে নেওয়া।
চলন্ত ছাদখোলা গাড়ির উপর তুমুল আদর! জনসমক্ষে একে অপরকে জড়িয়ে ধরে পর পর চুম্বন। যুগলের এ হেন আচরণকে ‘অশ্লীল’ তকমা দিলেন নেটাগরিকেরা। তাঁদের কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতে জরিমানা করল পুলিশও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বেঙ্গালুরুর ট্রিনিটি রোডে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। আর সেই গাড়ির সানরুফ খুলে দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। আদরে ব্যস্ত তাঁরা। নাগাড়ে চুম্বন করছেন একে অপরকে। তাঁদের অবাক হয়ে দেখছেন পথচলতি মানুষেরা। যুগলের সেই অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অন্য একটি গাড়ির যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ট্রিনিটি রোডে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য গাড়ির মালিককে ১,৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন ওই যুগল। অনেকে বিষয়টিকে ‘অশ্লীল’ তকমা দিয়েছেন। নিন্দার ঝড় উঠেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নির্লজ্জ এবং অশ্লীল আচরণ। নিরাপত্তারক্ষীরা কোথায়? বেঙ্গালুরু কখনও এমন ছিল না। আমাদের শহরের কী হচ্ছে!”