Viral Video

লেজের উপর দাঁড়িয়ে উঁচু দেওয়ালে চড়ছে গোখরো! দৃশ্য দেখে ভয় পেল নেটপাড়া, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে একটি নির্মীয়মাণ ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার গোখরো। দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে সে। এর পর সাপটি খাড়া দেওয়াল বেয়ে চড়তে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৬:৫৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপ দেখলে এমনিই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। তার উপর সেই সাপ যদি হয় ভয়ঙ্কর এবং বিষাক্ত, তা হলে তো কথাই নেই। সে রকমই বিশাল এক সাপের ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে লেজের উপর ভর দিয়ে প্রায় ১০ ফুট উঁচু দেওয়ালে সাবলীল ভাবে চড়ছে একটি বিষাক্ত গোখরো। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নির্মীয়মান ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার গোখরো। দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে সে। এর পর সাপটি খাড়া দেওয়াল বেয়ে চড়তে শুরু করে। প্রায় ১০ ফুটের দেওয়ালটির একেবারে মাথা পর্যন্ত চলে যায় সে। বিশালাকার গোখরোটি দাঁড়িয়েছিল লেজের উপর ভর দিয়ে। তবে কিছু ক্ষণ পরে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জে_কে_জে_ব্লগস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সাপটির আকার এবং ও ভাবে দেওয়ালে চড়ার ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাপের হাত থেকে কোথাও নিস্তার নেই! সাপ এ ভাবে দেওয়ালে উঠছে দেখে ভয় লাগল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement