Viral Video

‘ছাওয়া’ দেখে মোঘল গুপ্তধনের খোঁজে গ্রামবাসীরা, এল ‘মেটাল ডিটেক্টর’, খোঁড়া হল দুর্গের চারপাশ! ভাইরাল ভিডিয়ো

সিনেমা দেখার পর বুরহানপুরে গুজব ছড়ায়, আসিরগড় দুর্গের নীচে পোঁতা রয়েছে মোঘল আমলের গুপ্তধন। মাটি খুঁড়ে তা বার করতে পারলেই কেল্লাফতে। এর পরেই স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় কাতারে কাতারে গ্রামবাসী দুর্গের সামনে ভিড় করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৩:০৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতিহাস-নির্ভর ছবি ‘ছাওয়া’। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির চিত্রনাট্য। এই ছবিতে সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। মোঘল সাম্রাজ্যের শাসক ঔরঙ্গজেবের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন বলি অভিনেতা অক্ষয় খন্না। সেই সিনেমারই একটি বিশেষ দৃশ্য দেখে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুরে গ্রামে। কোদাল, শাবল, গাঁইতি নিয়ে ঐতিহাসিক আসিরগড় দুর্গের কাছে মাটি খোঁড়া শুরু করেন গ্রামবাসীরা। কিন্তু কেন?

Advertisement

সিনেমা দেখার পর বুরহানপুরে গুজব ছড়ায়, আসিরগড় দুর্গের নীচে পোঁতা রয়েছে মোঘল আমলের গুপ্তধন। মাটি খুঁড়ে তা বার করতে পারলেই কেল্লাফতে। এর পরেই স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় কাতারে কাতারে গ্রামবাসী দুর্গের সামনে ভিড় করেন। টর্চ এবং ‘মেটাল ডিটেক্টর’ নিয়ে বিভিন্ন জায়গায় খননকাজ শুরু হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে এবং ভোর ৩টা পর্যন্ত খোঁড়খুঁড়়ির কাজ চলে। এর পরে বিষয়টি জানাজানি হতেই পদক্ষেপ করে প্রশাসন। অবৈধ খননের বিরুদ্ধে গ্রামবাসীদের সাবধান করা হয়। প্রশাসনের তরফেও গ্রামবাসীদের গুজবে কান না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। শুক্রবার রাতে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কাকিশ কাকভি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে।

উল্লেখ্য, ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ আসিরগড় দুর্গ যে গুপ্তধন লুকোনো রয়েছে, এমন গুজব দীর্ঘ দিন ধরে চলে আসছে। কিন্তু ছাওয়া সিনেমা দেখার পর সেই গুজবে হাওয়া লাগে। গুপ্তধন খুঁজে বার করতে মরিয়া হয়ে ওঠেন বুরহানপুর গ্রামের বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement