মেলার দোলনায় চড়ে বিপত্তিতে আরোহীরা। ছবি: ইনস্টাগ্রাম।
মেলার দোলনায় চেপে বিপত্তি। তিন তলা সমান উচ্চতায় ২ ঘণ্টা ধরে আটকে রইলেন আরোহীরা। পরে হাইড্রোলিক লিফ্টের সাহায্যে নামিয়ে আনা হল তাঁদের। বুধবার ওড়িশার কটকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কটকে ‘বালি যাত্রা উৎসব’ উপলক্ষে একটি মেলা বসেছিল। বিভিন্ন জয়রাইড এসেছিল সেই মেলায়। যান্ত্রিক ত্রুটির কারণে তার মধ্যেই একটি জয়রাইডে গোলযোগ দেখা যায়। বিপদে পড়েন আরোহীরা। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আট জন ওই দোলনায় চেপেছিলেন। কিন্তু শূন্যে উঠে হঠাৎই বন্ধ হয়ে যায় দোলনাটি। ৩০ ফুট উচ্চতায় আটকে পড়েন ওই আট আরোহী। অনেক চেষ্টা করেও তাঁদের নামানো যায়নি। ঘণ্টা দু’য়েক শূন্যে আটকে থাকার পরে অবশেষে হাইড্রোলিক লিফ্টে করে নামিয়ে আনা হয় তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে দোলনায় ত্রুটির জন্য শূন্যে আটকে রয়েছেন আট আরোহী। আতঙ্ক ফুটে উঠেছে তাঁদের চোখেমুখে। ভয়ে চিৎকার করছেন তাঁরা। নীচে তাঁদের পরিবারের সদস্যেরা আতঙ্কের প্রহর গুনছেন। উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কটকের ডিসিপি খিলারি হৃষীকেশ জ্ঞানদেও এবং অন্য প্রশাসনিক কর্তারা। দোলনায় আটকে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে বলে ডিসিপি জানিয়েছেন। উদ্ধার করার পর আরোহীদের স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে।