Viral Video

‘ভবিষ্যৎ দেখে’ সেকেন্ডের ব্যবধানে ঝাঁপ দিল পোষ্য সারমেয়, মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচাল তরুণীকে! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা দিয়েছে, রাস্তার ধারের একটি রেস্তরাঁয় চেয়ার-টেবিলে বসে অন্যমনস্ক হয়ে গরম পানীয় এবং বার্গার খাচ্ছেন এক তরুণী। পাশেই বসে ছিল তাঁর পোষ্য সারমেয়। হঠাৎই পোষ্যটি তেড়েফুঁড়ে উঠেপড়ে মাটি থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ০৯:২৮
Share:

মনিবের প্রাণ বাঁচাতে ঝাঁপ পোষ্য কুকুরের। ছবি: এক্স থেকে নেওয়া।

বলা হয় কুকুর যেমন বিশ্বস্ত, তেমনই প্রভুভক্ত প্রাণী। মনিবের উপর কোনও বিপদ এলে নাকি নিজেদের প্রাণের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ে। সেই কথাই আবার প্রমাণিত হল সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে দুর্ঘটনার হাত থেকে তরুণীর প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ছে তাঁর পোষ্য সারমেয়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা দিয়েছে, রাস্তার ধারের একটি রেস্তরাঁয় চেয়ার-টেবিলে বসে অন্যমনস্ক হয়ে গরম পানীয় এবং বার্গার খাচ্ছেন এক তরুণী। পাশেই বসে ছিল তাঁর পোষ্য সারমেয়। হঠাৎই পোষ্যটি তেড়েফুঁড়ে উঠে পড়ে মাটি থেকে। দৌড়ে গিয়ে তরুণীকে চেয়ারসমেত ধাক্কা দিয়ে ঠেলে দেয়। আর তখনই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে, ওই তরুণী যেখানে বসেছিলেন সেখানে এসে ধাক্কা মেরে। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি উল্টে যায়। সারমেয়টির কারণে অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তরুণীর। সাক্ষাৎ মৃত্যুকে এড়িয়ে পোষ্যকে জড়িয়ে ধরেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মমতা রাজগঢ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার পোষ্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অলৌকিক। কুকুরটি যা করেছে, তা অতুলনীয়। এই জন্যই কুকুর বাকি সব প্রাণীর থেকে আলাদা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কুকুরের অদৃশ্য ইন্দ্রিয় রয়েছে। ওরা সব কিছু আগেভাগে বুঝতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement