Viral Video

মানস জাতীয় উদ্যানে পর্যটকদের গাড়িতে হানা গন্ডারের! শিঙে করে উল্টে দেওয়ার চেষ্টা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মানস জাতীয় উদ্যানের শালবাড়ি রেঞ্জে ঘুরতে গিয়ে গন্ডারের খপ্পরে পড়েছেন একদল পর্যটক। তাঁদের গাড়িতে আক্রমণ করে বিশাল প্রাণীটি। ভয় পেয়ে যান ওই গাড়িতে থাকা যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১১:২৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পর্যটকদের গাড়িতে আক্রমণ করল গন্ডার! শিং দিয়ে উল্টে দেওয়ার চেষ্টা করল গাড়িটি। সে রকমই একটি ভয়াবহ ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ঘটনাটি ঘটেছে অসমের মানস জাতীয় উদ্যানের শালবাড়ি রেঞ্জে। বৃহস্পতিবার শালবাড়ি রেঞ্জে ঘুরতে যাওয়া পর্যটকদের গাড়ির দিকে তেড়ে যায় ওই গন্ডারটি। গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করে। ভয়ে তটস্থ হয়ে যান পর্যটকেরা। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মানস জাতীয় উদ্যানের শালবাড়ি রেঞ্জে ঘুরতে গিয়ে গন্ডারের খপ্পরে পড়েছেন একদল পর্যটক। তাঁদের গাড়িতে আক্রমণ করে বিশাল প্রাণীটি। ভয় পেয়ে যান ওই গাড়িতে থাকা যাত্রীরা। গন্ডারটি গাড়ির চারপাশে ঘুরতে থাকে। একাধিক বার গাড়ি উল্টে দেওয়ারও চেষ্টা করে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি থেকে নেমে পালান ওই পর্যটকেরা। কিছু ক্ষণ পরে কয়েক জন এসে গন্ডারটিকে তাড়িয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওক্সোমিয়া জিয়োরি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। অন্য দিকে, মানস জাতীয় উদ্যানের কর্তারা জানিয়েছেন, তাঁদের ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে। ওই পর্যটকদের কেউ আহত হননি বলেও খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement