ছবি: এক্স থেকে নেওয়া।
আমেরিকায় বিমান দুর্ঘটনা। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানে এসে ধাক্কা খেল অন্য একটি ছোট বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দু’টি বিমানেই। সোমবার আমেরিকার মন্টানার একটি বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে। তবে সেই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গিয়েছে। বিমান দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিয়ো এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সোমবার দুপুর ২টো নাগাদ চার জনকে নিয়ে মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল একক ইঞ্জিনের একটি ছোট বিমান। কিন্তু অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় ওই ‘সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ’ বিমানটি। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানে এসে ধাক্কা খায় সেটি। তবে ওই বিমানে কোনও যাত্রী ছিল না। দুর্ঘটনার পরই আগুন ধরে যায় বিমান দু’টিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানের একাংশ। কালো ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ঢেকে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ছোট বিমানটির চালক এবং তিন যাত্রী বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁদের মধ্যে দু’জন সামান্য চোট পেয়েছেন। বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ দিক থেকে এসে রানওয়ের একদম শেষের দিকে দাঁড়িয়ে থাকা বিমানে গিয়ে ধাক্কা মারে ছোট বিমানটি। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার পর দাউ দাউ করে জ্বলছে দু’টি বিমান। রানওয়েতেও আগুন ছড়িয়ে পড়েছে। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গিয়েছে আকাশ। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মারিয়ো নফাল’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।