ছবি: এক্স থেকে নেওয়া।
ছুটি কাটাতে বিনোদন পার্কে গিয়ে সুইমিং পুলে নেমেছিলেন একদল তরুণ-তরুণী। গানবাজনার মধ্যে হইহই করে চলছিল জলকেলি। তবে সেই আনন্দে বাদ সাধল সাপ! সুইমিং পুলের জলে সাপ ঘুরে বেড়াতে দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হল পর্যটকদের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেহরাদূনের একটি বিনোদন পার্কে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিনোদন পার্কের বিশাল সুইমিং পুলে জলকেলি করতে মত্ত পর্যটকদের দল। নিজেদের মধ্যে নাচানাচি করছেন তরুণ-তরুণীরা। হঠাৎ এক জন পর্যটকের নজরে পড়ে, জলে সাঁতার কাটছে একটি ভয়ানক সাপ। চিৎকার করে বাকিদের সাবধান করেন তিনি। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়ায়। পর্যটকদের মধ্যে হইচই পড়ে যায় সাপটিকে কেন্দ্র করে। জল ছেড়ে বেরোনোর জন্য তাড়াহুড়ো পড়ে যায়। অন্য দিকে, সাপটি দ্রুত এক তরুণের দিকে এগিয়ে গেলে চিৎকার শুরু করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভুপি পনওয়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভিডিয়ো দেখে গা শিউরে উঠল। সুইমিং পুলে নামার আগে দশ বার ভাবব এখন থেকে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাঁতারু সাপ। ও বেচারা সুইমিং পুলের মজা নিতে এসেছিল। পর্যটকেরা শুধু শুধু ভয় পাচ্ছে।’’