Viral Video

মোবাইলে ব্যস্ত মা, অসাবধানতায় লিফ্‌টের দরজায় হাত আটকাল খুদে সন্তানের! ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, লিফ্‌টে উঠেছেন এক তরুণী এবং তাঁর সন্তান। তরুণী ফোন নিয়ে ব্যস্ত থাকায় সন্তানের দিকে নজর নেই তাঁর। অন্য দিকে, খুদেও লিফ্‌টের দরজায় হাত দিয়ে খেলায় মত্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১০:৪৫
Share:

লিফ্‌টে হাত আটকাল খুদের। ছবি: এক্স থেকে নেওয়া।

মায়ের সঙ্গে লিফ্‌টে উঠে দরজায় হাত দিয়ে দাঁড়িয়েছিল খুদে। মোবাইল ফোনে ব্যস্ত মা সে দিকে নজর দেননি। ফলে দরজা খোলার সময় সেই লিফ্‌টেই হাত আটকে গেল সন্তানের। অনেক চেষ্টা করেও দরজার ফাঁক থেকে সন্তানের হাত টেনে বার করতে পারলেন না তরুণী মা। তার পর? তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লিফ্‌টে উঠেছেন এক তরুণী এবং তাঁর সন্তান। তরুণী ফোন নিয়ে ব্যস্ত থাকায় সন্তানের দিকে নজর নেই তাঁর। অন্য দিকে, খুদেও লিফ্‌টের দরজায় হাত দিয়ে খেলায় মত্ত। নির্দিষ্ট তলায় এসে দাঁড়াতেই লিফ্‌টের দরজা খোলে। আর তখনই বিপত্তি ঘটে। খুদের হাত আটকে যায় লিফ্‌টের দরজার ফাঁকে। টনক নড়ে তরুণীর। বার বার লিফ্‌টের সুইচ টিপে সন্তানের হাত বার করার চেষ্টা করেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। শেষমেশ ওই খুদের সঙ্গে কী হল, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জার্নালিস্ট ফতিমা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার তরুণীর সমালোচনা করে সরব হয়েছেন। তরুণীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমাও দিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অবহেলার ফলাফল। এইটুকু ছেলেকে নিয়ে বেরিয়ে কেউ মোবাইলে মগ্ন থাকে? বাচ্চাটি কেমন আছে কে জানে!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন মহিলা। আর এই মোবাইল হয়েছে যত নষ্টের গোড়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement