ছবি: এক্স থেকে নেওয়া।
কেনিয়ায় ঘুরতে গিয়ে হাতিকে বিয়ার খাওয়ালেন পর্যটক। মস্ত দাঁতালের শুঁড়ে বিয়ার ঢেলে দিলেন বোতল থেকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম বিসিসির প্রতিবেদন অনুযায়ী, হাতিকে বিয়ার খাওয়ানো ওই পর্যটক স্পেনের বাসিন্দা। সম্প্রতি কেনিয়া ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে ওল জোগি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ওই কাণ্ড ঘটান তিনি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটি মস্ত হাতি। তার সামনে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছেন মাঝবয়সি এক ব্যক্তি। এর পর ওই বিয়ারের ক্যান থেকে হাতির শুঁড়ে বিয়ার ঢেলে দিতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। যদিও ওই স্পেনীয় পর্যটকের নাম এখনও জানা যায়নি বলেই খবর।
জানা গিয়েছে, ভিডিয়োয় যে হাতিটিকে দেখা যাচ্ছে তার নাম বুপা। পুরুষ হাতিটিকে ১৯৮৯ সালে শিকারিদের থেকে উদ্ধার করে অভয়ারণ্যে আনা হয়েছিল। তাকে বিয়ার খাওয়ানোর বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মাস্ট শেয়ার নিউজ়’ নামে এক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। স্পেনের ওই পর্যটকের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে কেনিয়ার কর্তৃপক্ষের তরফে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।