ছবি: এক্স থেকে নেওয়া।
অন্তর্বাস উঠে গিয়েছে প্যান্টের উপরে। তার মধ্যেই মেট্রোর ভরা কামরায় অদ্ভুত কায়দায় নেচে চলেছেন। তরুণীর এ-হেন কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ল নেটপাড়ায়। বিষয়টিকে অশ্লীল তকমাও দিলেন নেটাগরিকেরা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোয় অদ্ভুত আচরণ করছেন এক তরুণী। তাঁর পরনে কমলা টপ এবং ডেনিম জিন্স। অন্তর্বাস কোমরের উপরে উঠে উঁকি মারছে প্যান্টের উপর দিয়ে। আর ওই ভাবেই মেট্রোর কামরায় উদ্ভট ভাবে নাচছেন তিনি। নেচে নেচে রিল বানাচ্ছেন। মাঝেমধ্যে লাফাচ্ছেন। আর তরুণীর সেই লম্ফঝম্প অবাক দৃষ্টিতে দেখছেন কামরার বাকি যাত্রীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে অভয়প্রতাপ সিংহ নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ১৫ সেকেন্ডের সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। তরুণীর আচরণকে অশ্লীল তকমাও দিয়েছেন কেউ কেউ। নিন্দার ঝড় উঠেছে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা কী ধরনের অসভ্যতা! মেট্রোয় বাকি যাত্রীরাও থাকেন। তাঁদের অসুবিধা হয়। এই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’’