Viral Video

লেভেল ক্রসিং পেরোতে গিয়ে পিছলে গেল বাইক, সাধের বাহনকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় পিষে গেলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইক নিয়ে লেভেল ক্রসিং পেরোচ্ছেন এক তরুণ। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ লাইনেই পড়ে যান তিনি। দ্রুত বাইকটি সরানোর চেষ্টা করেন। কিন্তু সেই সময়ই চলে আসে দ্রুতগামী ট্রেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৬:৫১
Share:

—প্রতীকী ছবি।

লেভেল ক্রসিং খোলা দেখে বাইক নিয়ে পেরোচ্ছিলেন তরুণ। পেরোনোর সময় দেখলেন দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেন। চমকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পিছলে পড়লেন লাইনের উপরেই। এর পরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সাধের বাইক রেললাইন থেকে সরাতে গিয়ে ট্রেনের ধাক্কা খেলেন ওই তরুণ। মৃত্যু হল ঘটনাস্থলেই। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভি়ডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইক নিয়ে লেভেল ক্রসিং পেরোচ্ছেন এক তরুণ। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ লাইনে পড়ে যান তিনি। দ্রুত বাইকটি সরানোর চেষ্টা করেন। সেই সময়ই চলে আসে দ্রুতগামী ট্রেন। পিষে দিয়ে বেরিয়ে যায় তরুণকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ট্রেনের ধাক্কায় ওই তরুণের মৃত্যু হয়েছে বলেও খবর।

দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নরেন্দ্রনাথ মিশ্র’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। লেভেল ক্রসিংয়ে কর্মী মোতায়েন না করার অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষের দিকেও আঙুল তুলেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মর্মান্তিক! তরুণের প্রাণ বেঘোরে গেল। রেলের তরফে কেন ওখানে কোনও কর্মচারী মোতায়েন করা হয়নি?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement