Dosa

ভিডিয়োয় দেখা যাচ্ছে দোসার উপরে চকোলেটের পরত দিয়ে তাতে কলার টুকরো ছড়িয়ে দিচ্ছেন রাস্তার ধারের এক খাবার বিক্রেতা। তার সঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছু চিজ়ও।

ভিডিয়োয় দেখা যাচ্ছে দোসার উপরে চকোলেটের পরত দিয়ে তাতে কলার টুকরো ছড়িয়ে দিচ্ছেন রাস্তার ধারের এক খাবার বিক্রেতা। তার সঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছু চিজ়ও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২২:০৪
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

আবার খাবার খবরে দোসা। পরীক্ষা নিরীক্ষা করা সহজ বলেই বোধ হয় দোসার উপর ‘অত্যাচার’ও হয় বেশি। এমনটাই মনে করেন দোসাপ্রেমীরা। তবে এই রেসিপিটি খেতে ততটা খারাপ হবে না বলেই মনে করছেন খাদ্যরসিকদের একাংশ। তাদের কথায় একে অনেকটা ‘ইংলিশ ব্রেকফাস্ট’ প্যানকেকের দক্ষিণীকরণও বলা চলে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে দোসার উপরে চকোলেটের পরত দিয়ে তাতে কলার টুকরো ছড়িয়ে দিচ্ছেন রাস্তার ধারের এক খাবার বিক্রেতা। তার সঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছু চিজ়ও। শেষে চকোলের সস ছড়িয়ে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে।

ভিডিয়োটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। তবে নেটাগরিকদের মধ্যে এই দোসার গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিমত রয়েছে। মসলা দোসাপ্রেমীরা জানিয়েছেন, তাঁরা কখনওই এমন দোসা খাবেন না। আপনি কি চেখে দেখবেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন