viral video

কনের সাজে বিয়ে করতে এল কুমির! বিয়ের পর ‘কনে’কে কোলে তুলে চুমু খেলেন বর, জড়িয়ে ধরে নাচলেনও

কুমিরের সঙ্গে বিয়ে দেওয়া হল খোদ একটি শহরের মেয়রের। দক্ষিণ মেক্সিকোর সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ড্যানিয়েল গুতেরেসের সঙ্গে ধুমধাম করে একটি কুমিরের বিয়ে দিলেন এলাকাবাসীরা। মানুষের সঙ্গে প্রকৃতির মিলনের নিদর্শন হিসাবেই এই বিয়ের প্রথা চলে আসছে বহু দিন ধরেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৩:২০
Share:

ছবি: সংগৃহীত।

জমে উঠেছে বিয়ের অনুষ্ঠান। অতিথি-অভ্যাগতেরা একে একে আসতে শুরু করেছেন। বিয়ের আসরে সাদা শার্ট ও প্যান্ট পরে হাজির পাত্র। ধীরে ধীরে বিয়ের মণ্ডপে কোলে চড়ে হাজির হলেন পাত্রী! দু’পায়ে হাঁটতে না পারলেও কনে কিন্তু সাঁতরাতে ওস্তাদ। আদতে পাত্রী একটি জ্যান্ত কুমির। সম্প্রতি অদ্ভুত এই বিয়ের আসর বসেছিল মেক্সিকোয়। সেখানে কুমিরের সঙ্গে বিয়ে দেওয়া হল খোদ একটি শহরের মেয়রের। দক্ষিণ মেক্সিকোর সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ড্যানিয়েল গুতেরেসের সঙ্গে ধুমধাম করে একটি কুমিরের বিয়ে দিলেন এলাকাবাসীরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বর সাদা বিবাহের পোশাক পরেছেন এবং তাঁর ব্লেজ়ারে কুমিরের নকশা আঁকা। মজার বিষয় হল, কুমিরটিকেও সাদা গাউনে সাজিয়ে বিয়ের আসরে আনা হয়। অতিথিরা কনেকে কোলে নিয়ে মেয়রকে সামনে আনেন। বিয়ের পর্ব মিটে যাওয়ার পর কুমিরটিকে চুম্বনও করতে দেখা যায় বরকে। যদিও সুরক্ষার কারণে কুমিরটির মুখ বাঁধা ছিল।

কুমিরের সঙ্গে বিয়ে দেওয়ার আসলে মেক্সিকোর এক প্রাচীন প্রথা। ওই গ্রামের প্রচলিত বিশ্বাস, কোনও প্রাণীকে বিয়ে করলে নাকি প্রকৃতি সন্তুষ্ট হন। প্রথাটি প্রায় ২৫০ বছরের পুরনো। সে দেশে যাঁরা মাছ ধরতে সমুদ্রে যান তাঁরা মনে করেন কুমিরকে বিয়ে করলে জীবনে সৌভাগ্য আসে। চাষাবাদও ভাল হয় বলে বিশ্বাস তাঁদের। মানুষের সঙ্গে প্রকৃতির মিলনের নিদর্শন হিসাবে এই বিয়ের প্রথা চলে আসছে বহু দিন ধরেই। সে দেশে কুমিরকে ধরিত্রীর প্রতীক বলে মনে করা হয়। তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয় স্থানীয় নেতাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement