uttar pradesh

বাগ্‌দান অনুষ্ঠানে ছুটে এলেন কনের ‘প্রেমিকা’, চার বছরের সমকামী সম্পর্কের দাবি! কী ঘটল তার পর?

বীণা নামের এক তরুণী হঠাৎ করে হাজির হন সেই অনুষ্ঠানে। আমন্ত্রিত অতিথিদের সামনেই তিনি জানান, কনের সঙ্গে সমকামী সম্পর্ক রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৫:৩৯
Share:

—প্রতীকী ছবি।

বিয়ের বাগ্‌দানের অনুষ্ঠানের মাঝেই অদ্ভুত দাবি নিয়ে হাজির হলেন এক তরুণী। তাঁর দাবি শুনেই হতবাক হয়ে যান বর ও কনের বাড়ির আত্মীয়-পরিজনেরা। বাগ্‌দানের অনুষ্ঠানে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। ওই তরুণী জানান তিনি কনের বান্ধবী। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা চার বছর একত্রবাস করেছেন। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তাঁর বান্ধবী অন্য কোনও পুরুষকে বিয়ে করলে তাঁর আপত্তি রয়েছে। কনের হাত ধরে তাঁকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁর বান্ধবী। তরুণীর এই দাবিতে শোরগোল পড়ে যায় বরপক্ষের পরিবারে।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। শহরের গান্ধী পার্ক এলাকার একটি হোটেলে আলিগড়ের বাসিন্দা এক পাত্রের সঙ্গে বাগ্‌দান অনুষ্ঠান চলছিল পাত্রীর। সংবাদমাধ্যম সূত্রে খবর, বীণা নামের এক তরুণী হঠাৎ করে হাজির হন সেই অনুষ্ঠানে। আমন্ত্রিত অতিথিদের সামনেই তিনি জানান কনের সঙ্গে সমকামী সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক চার বছরের পুরনো। প্রতিবেদন অনুসারে, বীণা ও কনে একই কোচিং ক্লাসে পড়াশোনা করতেন। সেই সময়ই তাঁরা একে অপরের প্রেমে পড়েন এবং সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২১ সাল থেকে তারা একে অপরের সঙ্গে থাকার এবং উভয়েই অন্য কাউকে বিয়ে না করার প্রতিশ্রুতি নেন বলে দাবি কনের ‘প্রেমিকা’র।

বাগ্‌দান অনুষ্ঠানের দিন বীণা জানতে পারেন যে, কনের সঙ্গে এক জন পুরুষের বাগ্‌দান হচ্ছে। সেই সংবাদ শুনে তিনি দ্রুত অনুষ্ঠানে হাজির হন। দম্পতি মঞ্চে উঠলে তিনিও উঠে দাঁড়ান। বিয়ের প্রস্তুতি এবং আচার-অনুষ্ঠানের মাঝেই আপত্তি জানান। তবে কনে বীণার সমস্ত দাবি অস্বীকার করেন। বাগ্‌দান অনুষ্ঠানে ব্যাপক হট্টগোল শুরু হওয়ায় পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। কনের সমকামী সম্পর্কের কথা জানার পর বরের পরিবার বিয়ে বাতিল করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement