—প্রতীকী ছবি।
দ্বিতীয় বার বিয়ে করছে দাদা। প্রাক্তন বৌদিকে সেই বিয়ে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখালেন তরুণী ননদ। ওই তরুণীর দাদার নতুন স্ত্রী সেই ঘটনা সমাজমাধ্যম রেডিটে জানিয়েছেন। তাঁর দাবি, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।
৩৭ বছর বয়সি ওই তরুণী রেডিটে একটি পোস্ট করে জানিয়েছেন যে, দু’বছর আগে বিয়ে হয় তাঁর। তার আগে স্বামীর সঙ্গে বেশ কয়েক দিন সম্পর্কে ছিলেন তিনি। তাঁর এক ননদও আছেন। ‘প্রিয় বন্ধু’ সাজলেও সেই ননদ আদতে তাঁর সম্পর্কে বিষ ঢালার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী। তরুণী জানিয়েছেন, সম্পর্কে জটিলতা তৈরি করতে ননদ তাঁর এবং স্বামীর বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো তাঁদের অজ্ঞাতে ক্যামেরাবন্দি করে তা লাইভ স্ট্রিম করে দেখিয়েছিলেন স্বামীর প্রাক্তন স্ত্রীকে। সেই কারণে ননদকে ‘অসৎ’ এবং ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন ওই তরুণী।
তরুণী জানিয়েছেন, ননদের ‘বিশ্বাসঘাতকতা’র কথা সম্প্রতি জানতে পেরেছেন তিনি। এর পরেই ননদকে সমাজমাধ্যমে ‘ব্লক’ করেছেন তিনি।
তরুণীর সেই পোস্ট সমাজমাধ্যমে হইচই ফেলেছে। বিভিন্ন প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ যেমন তরুণীর ননদকে দোষারোপ করেছেন, তেমনই অনেকে আবার বিষয়টির মধ্যে ভুল কিছু খুঁজে পাননি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ রকম আত্মীয়েরা নিরাপদ নন। দু’মুখো সাপ এঁরা। এঁদের সঙ্গে যোগাযোগ রাখার দরকার নেই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ রকম ভাবে কাউকে বিশ্বাসঘাতক বলা যায় না। একটা ভিডিয়ো পাঠানো নিয়ে এত পোস্ট করারও কিছু নেই।’’