Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। ভোর সাড়ে ৬টা থেকে ওই খেলাটি শুরু হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৫:৫৮
Share:

ফাইল চিত্র।

সোমবার বিকেলে নতুন করে শুরু হয়েছিল চতুর্থ দফার শান্তি আলোচনা। কিন্তু রাত থেকেই কিভ দখলের লক্ষ্যে ‘ফাইনাল অ্যাসল্ট’ শুরু করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। বিভিন্ন দিক থেকে শুরু হয়েছে হামলা। মৃত বহু সেনা এবং সাধারণ নাগরিক। রুশ ফৌজের ধারাবাহিক বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হানার জেরে ইউক্রেনের রাজধানী কিভে জারি হল কার্ফু। আজ, বুধবার নজর থাকবে ওই পরিস্থিতির দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

সংসদ ও বিধানসভার অধিবেশন

Advertisement

আজ সকাল ১০টায় সংসদের অধিবেশন শুরু হচ্ছে। ইপিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের বিরোধিতা করতে পারে বিরোধীরা। এ ছাড়া রাজ্য বিধানসভার অধিবেশন রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা সেই অধিবেশন।

বাজেট আলোচনা বিধানসভায়

আজ বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা রয়েছে। ওই আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ সেটি শুরু হওয়ার কথা।

দুই কাউন্সিলর খুনের তদন্ত

পানিহাটি এবং ঝালদায় দুই কাউন্সিলর খুনের ঘটনার তদন্ত কোন পথে এগোয়। আজ তা নজরে থাকবে।

গ্রাফিক- সনৎ সিংহ।

বিশ্বভারতীর অচলাবস্থা

ফের অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এর আগে কলকাতা হাই কোর্ট অচলাবস্থা কাটানোর চেষ্টা করে। এই অবস্থায় আজ নজর থাকবে সে দিকে।

ইউক্রেন ফেরতদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত এ রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই কর্মসূচিটি রয়েছে।

অনুব্রত মামলা হাই কোর্টে

গরুপাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। ওই ঘটনায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন তিনি। আজ ওই মামলাটির শুনানি রয়েছে।

সিপিএমের রাজ্য সম্মেলন

আজ সিপিএমের রাজ্য সম্মেলন রয়েছে। তিন দিনের সম্মেলনের আজ দ্বিতীয় দিন। নজর থাকবে সে দিকেও।

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা

আজ আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি এবং বামেরা। কারা কারা প্রার্থী হন সে দিকে নজর থাকবে।

মহিলা বিশ্বকাপ ক্রিকেট

আজ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। ভোর সাড়ে ৬টা থেকে ওই খেলাটি শুরু হয়েছে।

আইএসএল

আজ আইএসএল-এ দ্বিতীয় সেমিফাইনাল দ্বিতীয় লেগ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি-র খেলা রয়েছে।

পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট

আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। সকাল সাড়ে ১০টা থেকে করাচিতে খেলাটি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন